ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
Sharenews24

জনগণের রক্তের দাম দিলেন না মাদাগাস্কারের প্রেসিডেন্ট!

২০২৫ অক্টোবর ০৪ ১০:৪৮:৫৬
জনগণের রক্তের দাম দিলেন না মাদাগাস্কারের প্রেসিডেন্ট!

নিজস্ব প্রতিবেদক : মাদাগাস্কারে চলমান ‘জেন-জি’ তরুণদের আন্দোলনে ২২ জন প্রাণ হারিয়েছেন, কিন্তু প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা সাফ জানিয়ে দিয়েছেন—তিনি পদত্যাগ করবেন না। তিনি এই আন্দোলনের পেছনে বিরোধীদের ‘অভ্যুত্থান ষড়যন্ত্র’ দেখছেন।

আল জাজিরা জানায়, রাজধানী আনতানানারিভোসহ দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। আন্দোলনকারীদের দাবি, সরকার পানি, বিদ্যুৎসহ মৌলিক সেবা দিতে ব্যর্থ।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর শুরু হওয়া বিক্ষোভে ইতোমধ্যেই ২২ জন নিহত হয়েছে। রাজধানীতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।

এক ফেসবুক ভাষণে প্রেসিডেন্ট বলেন, “আমি এখানেই আছি, কথা শুনতে এবং সমস্যা সমাধানে প্রস্তুত।” তবে কোনো প্রমাণ ছাড়াই তিনি দাবি করেন, তার অনুপস্থিতিতে (জাতিসংঘ সফরের সময়) অভ্যুত্থানের চেষ্টা হয়েছে।

জেন-জি আন্দোলনের পক্ষ থেকে প্রেসিডেন্টের বক্তব্যকে "অর্থহীন" বলে প্রত্যাখ্যান করা হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে "কঠোর পদক্ষেপ" নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এ আন্দোলন রাজধানী ছাড়িয়ে মাহাজাঙ্গা, তোইলারা এবং ফিয়ানারান্টসোয়া অঞ্চলেও ছড়িয়ে পড়েছে।

প্রচুর প্রাকৃতিক সম্পদের দেশ হওয়া সত্ত্বেও, বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, মাদাগাস্কারের ৭৫% জনগণ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট সরকার ভেঙে দিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, দেশটি বড় ধরনের “সাইবার হামলা” ও বিদেশি “ডিজিটাল প্রোপাগান্ডা”র লক্ষ্যবস্তু।

প্রসঙ্গত, রাজোয়েলিনা প্রথম ক্ষমতায় আসেন ২০০৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে এবং সর্বশেষ ২০২৩ সালে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে