ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
Sharenews24

গাজার অভিমুখে শহিদুল আলমের সরাসরি প্রতিবেদন

২০২৫ অক্টোবর ০৪ ১৬:১৮:০৭
গাজার অভিমুখে শহিদুল আলমের সরাসরি প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক : দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম ফেসবুকে জানিয়েছেন, গাজা অভিমুখে যাওয়া কনশানস নামের নৌযানটি সামনে থাকা অন্য আটটি নৌযানকে ছুঁয়ে ফেলেছে। কনশানসের গতি বেশি হওয়ায় এমন হয়েছে। পরে কনশানসের গতি কমিয়ে সব নৌযান একসঙ্গে গাজার পথে এগিয়ে যাচ্ছে।

কনশানস হলো আন্তর্জাতিক ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (FFC) এবং থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (TMTG) নামক বহরের একটি জাহাজ। ফ্লোটিলা গাজায় অবরোধ ভাঙার আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ, যদিও এই বহরে খাদ্যসহায়তা নেই।

শহিদুল আলম বলেছেন, থাউজেন্ড ম্যাডলিনস হলো একটি প্রতীকী প্রচেষ্টা যা বিশ্বনেতাদের নিষ্ক্রিয়তার প্রতিক্রিয়ায় সাধারণ মানুষের উদ্যোগ। এটি সবচেয়ে বড় সমুদ্রযান বহর হিসেবে বিবেচিত হচ্ছে।

কনশানস জাহাজটি ইতালি থেকে ৩০ সেপ্টেম্বর রওনা দেয়, আগের আটটি নৌযান আগে রওনা হয়েছিল। যদিও কনশানস সবার শেষে রওনা দিয়েছিল, গতি বেশি হওয়ায় আগের নৌযানগুলোকে ছুঁয়ে ফেলেছে এবং পরে গতি কমানো হয়েছে।

শহিদুল আলম গাজার অবরোধ ভাঙার দৃঢ় সংকল্প ব্যক্ত করে বলেন, ‘আমরা দৃঢ়প্রতিজ্ঞ; তারা যদি আটকায়, অন্যরা এগিয়ে আসবে। ইসরায়েল ব্যর্থ হবে, ফিলিস্তিন মুক্ত হবে।’

ফ্লোটিলার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কনশানস জাহাজে ২৫টি দেশের সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। মিশনটি গত বুধবার শুরু হয়েছে, যা ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণের জন্য গাজার পথে যাচ্ছে।

ইসরায়েল দীর্ঘদিন ধরে বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশে বাধা দিচ্ছে এবং ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্যমাত্রা করে আসছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২৭০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন, অনেকে আটক ও কারাগারে বন্দী।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে