ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

শহিদুল আলমকে ঘিরে প্রধান উপদেষ্টার জরুরি বার্তা

২০২৫ অক্টোবর ০৫ ০৮:২১:১৮
শহিদুল আলমকে ঘিরে প্রধান উপদেষ্টার জরুরি বার্তা

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, গাজার জন্য যাওয়া ঐতিহাসিক নৌবহরে অংশগ্রহণকারী সকলের নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমের অবস্থান ও নিরাপত্তাকে।

শনিবার (৪ অক্টোবর) রাতে এক বিবৃতিতে তিনি বলেন, "২০১৮ সালে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে কারাবরণ করেছিলেন শহিদুল আলম। আজও তিনি একই সাহসিকতা ও দৃঢ়তা নিয়ে এই মানবিক মিশনে অংশ নিয়েছেন। তিনি এখন বাংলাদেশের অটল মানবিক চেতনার প্রতীক।"

তিনি আরও বলেন, "জাতিসংঘে আমি বলেছিলাম, মানবিক যন্ত্রণার প্রতি উদাসীনতা মানব সভ্যতার অগ্রগতিকে ধ্বংস করছে। গাজায় সেই ট্র্যাজেডি এখন সবচেয়ে সুস্পষ্ট। শিশু, সাধারণ মানুষ, হাসপাতাল— কেউ রেহাই পাচ্ছে না। আমরা শহিদুল আলম এবং গাজার মানুষের পাশে আছি— এখন এবং চিরকাল।"

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে