ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
Sharenews24

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মচারীদের বিক্ষোভে ১০ কিমি যানজট

২০২৫ অক্টোবর ০৪ ১৬:০৭:৪৯
ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মচারীদের বিক্ষোভে ১০ কিমি যানজট

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত এবং ওএসডি হওয়া কর্মকর্তা-কর্মচারীরা চাকরি পুনর্বহাল, ওএসডি প্রত্যাহার, শর্ত আরোপ করে অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়া বন্ধসহ নানা দাবি আদায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। যানজট সৃষ্টির ফলে সিটি গেইট থেকে মাদামবিবির হাট পর্যন্ত যান চলাচল স্থবির হয়ে পড়ে।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১ টায় শুরু হওয়া এই কর্মসূচি প্রথমে সড়কের পাশে ব্যানার্ড নিয়ে অবস্থান কর্মসূচি হিসেবে শুরু হয়। পরে মহাসড়ক অবরোধ করা হয়। অবরোধ প্রায় দেড় ঘণ্টা চলে, দুপুর ১টার দিকে পুলিশ সড়ক থেকে সরার অনুরোধ করলে কর্মীরা সরে যান। কর্মসূচিতে হাজার হাজার ব্যাংক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

অবরোধকারীদের দাবি ও অভিযোগ:

চট্টগ্রাম অঞ্চলে প্রায় ৪০০ কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

৪ থেকে ৫ হাজার কর্মকর্তাকে ওএসডি (অফিস স্পেশাল ডিউটি) করে কর্মস্থল থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে।

চাকরিচ্যুত ও ওএসডি কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তায় জীবন যাপন করছেন।

ব্যাংক কর্তৃপক্ষ তাদের স্যালারি অ্যাকাউন্ট ব্লক করে রেখেছে, বেতন তুলতেও পারছেন না।

অবস্থান কর্মসূচির অংশ নেওয়া ব্যাংক কর্মকর্তা এমদাদ হোসাইন জানান,“৫ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী অসহায় অবস্থায় রয়েছেন। আজকের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেন তারা আমাদের সমস্যার সমাধান করেন।”

চাকরিচ্যুত আরেক কর্মকর্তা নুর উদ্দিন বলেন,“আমাদের বেতন অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে, বাসার বাজারের টাকাও নেই। আমরা আর ধৈর্য্য ধরে থাকছি না।”

২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের মালিকানা নিয়ন্ত্রণ নেওয়ার পর বিপুলসংখ্যক কর্মী সরাসরি নিয়োগ পান। অধিকাংশ চট্টগ্রাম পটিয়া ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। ২০১৭ সালের পরে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ২৭ সেপ্টেম্বর একটি বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষা (অ্যাসেসমেন্ট টেস্ট) আয়োজন করা হয়।

৫ হাজার ৩৮৫ জন কর্মকর্তার মধ্যে মাত্র ৪১৪ জন পরীক্ষায় অংশ নেন। যারা পরীক্ষায় অংশ নেননি (৪৯৭১ জন) তাদের সবাইকে পরদিন থেকে ওএসডি করা হয়। এর পাশাপাশি পরীক্ষার বিরোধিতা ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দুই দফায় ৪০০ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে চাকরিচ্যুতরা ঘোষণা করেন আগামী রোববার থেকে টানা কর্মবিরতি চালানো হবে। আজকের অবরোধ ও মানববন্ধন সেই আন্দোলনের প্রথম ধাপ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে