ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
Sharenews24

ডিভিডেন্ড ঘোষণার খবরে বিপরীত স্রোতে দুই অ্যাপেক্স

২০২৫ অক্টোবর ০৪ ১২:৪৯:৫৩
ডিভিডেন্ড ঘোষণার খবরে বিপরীত স্রোতে দুই অ্যাপেক্স

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই স্বল্প মূলধনী কোম্পানি অ্যাপেক্স ফুড এবং অ্যাপেক্স স্পিনিং তাদের পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) মাধ্যমে ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানিয়েছে। সাধারণত, ডিভিডেন্ড ঘোষণার খবরে শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে এবং দর চাঙ্গা হয়। তবে চমকপ্রদভাবে, এই ইতিবাচক ঘোষণার পরেও চলমান চাঙ্গা শেয়ারবাজারে উভয় কোম্পানির শেয়ারদর কমেছে, যা বাজার সংশ্লিষ্টদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।

অ্যাপেক্স ফুড-এর শেয়ারের দরপতন শুরু হয় বোর্ড সভার মাধ্যমে ডিভিডেন্ড ঘোষণার খবর প্রকাশিত হওয়ার পর। রবিবার দিনশেষে ২৫৬ টাকা দামে থাকা এই শেয়ারটি সোমবার ২ টাকা বা ০.৭৮ শতাংশ হারায়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার আরও বড় পতন ঘটে, যখন শেয়ারটির দাম ১০ টাকা ৪০ পয়সা বা ৪.০৯ শতাংশ কমে যায়। ফলস্বরূপ, মাত্র দুই দিনের ব্যবধানে অ্যাপেক্স ফুড-এর শেয়ারের দাম কমে ২৪৩ টাকা ৬০ পয়সায় নেমে এসেছে।

অন্যদিকে, অ্যাপেক্স স্পিনিং-এর ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। কোম্পানিটি সোমবার তাদের ডিভিডেন্ড ঘোষণার খবর জানালে শেয়ারদর কমতে শুরু করে। রবিবার ১৭৫ টাকা ৮০ পয়সায় থাকা শেয়ারটির দাম সোমবার ৬ টাকা ৭০ পয়সা বা ৩.৮১ শতাংশ কমে যায়। মঙ্গলবার আরও ৩ টাকা ১০ পয়সা বা ১.৮৩ শতাংশ পতনের ফলে, অ্যাপেক্স স্পিনিং-এর শেয়ারের দাম কমে দাঁড়িয়েছে ১৬৬ টাকায়।

বিশ্লেষণে দেখা যায়, এই দুই কোম্পানিই শেয়ারহোল্ডারদের প্রতি বছর নিয়মিতভাবে ভালো ডিভিডেন্ড দিয়ে আসছে। যেমন, অ্যাপেক্স ফুড এবং অ্যাপেক্স স্পিনিং উভয়ই গত অর্থবছরে (২০২৪ সালে) ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। শেয়ারবাজার-এ এটি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হয়, যা তাদের আস্থাকে দৃঢ় করে। বাজার সংশ্লিষ্টদের ধারণা, কোম্পানি দুটি এবছরও অন্তত আগের বছরের সমপরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করবে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, ডিভিডেন্ড ঘোষণার খবরের পরও যে পতন দেখা যাচ্ছে, তা মূলত শেয়ারবাজার-এর স্বাভাবিক 'প্রফিট টেকিং' বা মুনাফা তুলে নেওয়ার প্রবণতা। তাদের ধারণা, শেয়ার দুটির দাম সাম্প্রতিককালে কিছুটা বেড়েছিল। তাই যারা স্বল্প সময়ে লাভ করেছেন, তারা এখন সাময়িকভাবে মুনাফা তুলে নিচ্ছেন। এই সাময়িক চাপ সত্ত্বেও, কোম্পানি দুটির ধারাবাহিক ডিভিডেন্ড প্রদানের ইতিহাস দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে