ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
Sharenews24

বিস্ময়কর ফেসবুক পোস্টে যা বললেন প্রেস সচিব!

২০২৫ অক্টোবর ০৩ ১৭:২৪:৩১
বিস্ময়কর ফেসবুক পোস্টে যা বললেন প্রেস সচিব!

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ভিন্নধর্মী অনুভূতি প্রকাশ করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে। তিনি বলেন, “বিদেশ ভ্রমণ আমার অপছন্দ”।

পোস্টে তিনি উল্লেখ করেন, অধিকাংশ মানুষ বিদেশ সফরে আগ্রহী হলেও তিনি এ বিষয়ে উদাসীন। “আমি কখনো লন্ডন, নিউইয়র্ক, টোকিও বা কাঠমান্ডুর মতো শহর দেখার প্রয়োজন বোধ করিনি,” — লেখেন তিনি।

২০১২ সালে একমাত্র দীর্ঘ ভ্রমণে যুক্তরাষ্ট্রের পাঁচটি শহর ঘুরলেও, সেটিই তাঁর কাছে বিদেশ সফরের শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তবে চাকরি সূত্রে আরও দুইবার বিদেশ যেতে হলেও তার মনে হয়েছে — “বিদেশ ভ্রমণ আমার কাজ নয়।”

শফিকুল আলম জানান, তাঁর মন পড়ে থাকে বাংলার প্রাচীন বটগাছ, নদীর ঘাট, গ্রামের সরু পথ আর চায়ের দোকানের আড্ডায়। “আমার আত্মা অন্য কোথাও প্রথিত,” — লিখে তিনি তাঁর গ্রাম ও বাংলার প্রতি গভীর ভালোবাসার কথা জানান।

তিনি আরও জানান, যদি বিদেশে কোথাও যেতে হয়, তবে তিনি দেখতে চান পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ও ত্রিপুরার সেইসব শহর, যেখানে এখনও হয়তো বাংলার ঘ্রাণ লেগে আছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে