ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
Sharenews24

জুমার নামাজ পড়াতে যাওয়ার সময় মর্মান্তিক মৃত্যু হলো ইমামের

২০২৫ অক্টোবর ০৩ ১৭:৩৬:০৯
জুমার নামাজ পড়াতে যাওয়ার সময় মর্মান্তিক মৃত্যু হলো ইমামের

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মসজিদের ইমামের মৃত্যু ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নাচোল-আমনুরা সড়কের হামিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইমামের নাম খালিদ মুসাব্বির আশিক (৩০)। তিনি নাচোল উপজেলার মাক্তাপুরের আব্দুল মালেকের ছেলে এবং স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। স্থানীয়রা জানান, আশিক জুমার নামাজ পড়াতে নাচোল উপজেলার হাটবাকইল মসজিদে যাচ্ছিলেন। পথে হামিদপুর এলাকায় তার মোটরসাইকেলের সঙ্গে একটি বাস মুখোমুখি সংঘর্ষে যুক্ত হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে