ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
Sharenews24

জমির মালিকানা নিয়ে জটিলতা? দুই নামে হলে যা করবেন

২০২৫ অক্টোবর ০৩ ১৭:৪১:০৪
জমির মালিকানা নিয়ে জটিলতা? দুই নামে হলে যা করবেন

নিজস্ব প্রতিবেদক : জমির দলিল আর এনআইডির নামে অমিল? চিন্তার কিছু নেই— সমাধান আছে!

জমির দলিল ও জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নামের অমিল হলে অনেক সময় বড় ধরনের জটিলতা তৈরি হয়— যেমন জমি বিক্রি, নামজারি বা মালিকানা হস্তান্তর আটকে যায়। তবে এ সমস্যার রয়েছে সহজ ও আইনসম্মত সমাধান।

কীভাবে মিলিয়ে নেবেন দলিল ও এনআইডির নাম:

১. স্থানীয় প্রত্যয়নপত্র সংগ্রহ করুন:ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে লিখিত প্রত্যয়ন নিন— যেখানে উল্লেখ থাকবে দুই নাম এক ব্যক্তিকেই বোঝায়।

২. নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এফিডেভিট:একজন আইনজীবীর মাধ্যমে ৩০০ টাকার স্ট্যাম্পে একটি এফিডেভিট তৈরি করুন, যাতে একই ব্যাক্তি নামে দুই ধরনের লেখা থাকার বিষয়টি উল্লেখ থাকবে।

৩. জমা দিন সংশ্লিষ্ট দপ্তরে:প্রত্যয়নপত্র ও এফিডেভিট একত্রে সংশ্লিষ্ট ভূমি অফিস বা নামজারি দপ্তরে জমা দিন।

সঠিকভাবে জমা দিলে সহজেই মালিকানা হস্তান্তর বা নামজারির কাজ সম্পন্ন হবে।

পরামর্শ:

দলিল ও এনআইডি মিলিয়ে রাখুন

ভুল থাকলে দ্রুত সংশোধন করুন

প্রয়োজনে আইনজীবীর সহায়তা নিন

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে