ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

প্রেমিকার উপস্থিতিতে প্রেমিকের কাণ্ড

২০২৫ অক্টোবর ০৫ ০৭:৫৯:৫০
প্রেমিকার উপস্থিতিতে প্রেমিকের কাণ্ড

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর সোনাইমুড়ীতে সাইমুন নামের এক কলেজছাত্র প্রেমিকা ও প্রেমিকার বান্ধবীর উপস্থিতিতে আত্মহত্যা করেছেন।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের মানিক্য নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইমুন আমিশাপাড়া ইউনিয়ন মানিক্য নগর আমজাদ বেপারী বাড়ির প্রবাসী মিজানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কলেজছাত্র সাইমুনের বাড়িতে সকালে তার প্রেমিকা ও প্রেমিকার আরেক বান্ধবী বেড়াতে আসেন। মেয়ে দুটির সঙ্গে আড্ডা দেওয়ার একপর্যায়ে নিজ বসতঘরে গলায় ফাঁস দেন সাইমুন। বিষয়টি তার চাচি জুবাইদা খাতুন টের পেয়ে কথিত প্রেমিকা ও স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষণিকভাবে গলার রশি কেটে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সাইমুনকে মৃত ঘোষণা করেন।

চাচি জুবাইদা খাতুন বলেন, সাইমুনকে মেয়ে দুটির সঙ্গে নাশতা করতে দেখে আমি রান্না করতে যাই। পরে আমার ছোট ছেলের চিৎকার শুনে আমি সেখানে গিয়ে সাইমুনকে ফাঁস অবস্থায় পাই। মেয়ে দুটি তখন সাইমুনের গলার দড়ি খোলার চেষ্টা করছিল। সাইমুন যখন ফাঁসি দেয় তখন মেয়ে দুটি বাইরে ছিল।

এ ঘটনায় এলাকাবাসী ঘটনাস্থল থেকে মেয়ে দুটিকে আটক করে সোনাইমুড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। পরে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় পুলিশ তাদের ছেড়ে দেয়।

সোনাইমুড়ী থানার ওসি মোর্শেদ আলম কালবেলা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তারা সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে ময়নাতদন্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি। থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে