ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
Sharenews24

জামায়াত-শিবিরের গোপন কৌশল ফাঁস করলেন রাশেদ

২০২৫ অক্টোবর ০৩ ১৫:৩৪:১০
জামায়াত-শিবিরের গোপন কৌশল ফাঁস করলেন রাশেদ

নিজস্ব প্রতিবেদক : গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। শুক্রবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জামায়াত-শিবির ‘অন্য দলে গোপনে নিজেদের কর্মী ঢুকিয়ে’ রাজনীতিকে দুর্বল করে তুলছে।

রাশেদের ভাষায়, “এই নীতি বন্ধ না হলে সিস্টেম ভেঙে পড়বে, রাজনীতিতে বিরাজনীতিকরণ তৈরি হবে।”

তিনি দাবি করেন, এই গোপন অনুপ্রবেশের কৌশলের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গণঅধিকার পরিষদ (গাপ) ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি)। এমনকি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোতেও একই পন্থায় লোক ঢুকিয়ে স্বতঃস্ফূর্ত কার্যক্রমে বিঘ্ন ঘটানো হচ্ছে বলে জানান তিনি।

রাশেদ খান বলেন, “যদি জামায়াত-শিবির মধ্যপন্থী ধারায় রাজনীতি করতে চায়, সেটা প্রকাশ্যেই করা উচিত। গোপনে অন্যদলে ঢুকে প্রভাব বিস্তারের রাজনীতি বন্ধ করতে হবে।”

তিনি আরও যোগ করেন, ইসলামিক রাজনীতির নামে ‘কৌশলগত অনুপ্রবেশ’ ইসলাম ও ইসলামী দলগুলোর ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত করছে। “পলিটিক্যাল ইসলাম বলে কিছু নেই” বলেও মন্তব্য করেন রাশেদ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে