ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
Sharenews24

ট্রাম্পের প্রস্তাবে হামাসের ঘোষণা

২০২৫ অক্টোবর ০৩ ১৪:৫৪:৩১
ট্রাম্পের প্রস্তাবে হামাসের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার (২ অক্টোবর) আল জাজিরা আরবিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল জানান, গাজার যুদ্ধ বন্ধের জন্য মার্কিন পরবর্তী পরিকল্পনা (ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা প্রস্তাব) নিয়ে তারা আলোচনা করছে এবং শিগগিরই তাদের অবস্থান প্রকাশ করবে। নাজ্জাল বলেন, হামাস ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষা করে এমনভাবে সিদ্ধান্ত নেবে এবং “সময় আমাদের ওপর চাপ সৃষ্টি করলেও” পরিকল্পনাটিকে যথাযথভাবে বিবেচনা করা হবে।

এই প্রস্তাব ঘোষণার পর হোয়াইট হাউস বলেছিল, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও কয়েকটি আরব নেতা পরিকল্পনাটি গ্রহণ করেছেন এবং এখন শুধু হামাসের সিদ্ধান্তের অপেক্ষা চলছে। প্রস্তাবে বলা হয়েছে—যদি হামাস ৭২ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতিতে রাজি হয় ও সব জিম্মিকে মুক্তি দেয় এবং গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেয়, তাহলে একটি আন্তর্জাতিক অন্তর্বর্তী প্রশাসন গঠন করে স্থায়ী অস্ত্র বিরতি কার্যকর করার সুযোগ মিলবে।

টাইমস অব ইসরাইলের উদ্ধৃতিতে বলা হচ্ছে, আরব মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের আলোচনা শেষ প্রায়; হামাস প্রস্তাবটিকে মোটামুটি ইতিবাচকভাবে হলেও কিছু সংশোধনী চাওয়ার সম্ভাবনা রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে