ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আমরা শেখ হাসিনাকে চাই না, বঙ্গবন্ধুকে চাই

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১১:১২:৩৫
আমরা শেখ হাসিনাকে চাই না, বঙ্গবন্ধুকে চাই

নিজস্ব প্রতিবেদক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘আমরা শেখ হাসিনাকে চাই না, বঙ্গবন্ধুকে চাই, জয় বাংলা চাই।’

আজ শনিবার টাঙ্গাইলের সখীপুর পৌরসভার খান মার্কেটে অবস্থিত দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

কাদের সিদ্দিকী বলেন, ‘মুক্তিযুদ্ধকে গালি দিলে যেমন বঙ্গবন্ধুকে গালি দেওয়া হয়, তেমনি জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়। জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, তাকে নিয়ে আওয়ামী লীগ হাজার কথা বলতে পারে. তাকে নিয়ে আমার বিন্দু পরিমাণ সন্দেহ নেই। জিয়াউর রহমান আমার চেয়েও বড় মুক্তিযোদ্ধা।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু, স্বাধীনতা, বাংলাদেশ মেনে যারা রাজনীতি করবেন, আমরা তাদের সঙ্গে আছি, থাকব।’

বক্তব্য দেওয়ার একপর্যায়ে অসুস্থবোধ করেন কাদের সিদ্দিকী। পরে তিনি চেয়ারে বসে বক্তব্য দেন। এরপর সখীপুরের নিজবাড়িতে গিয়ে চলে যান। সেখানে বিশ্রামে আছেন বলে জানা গেছে।

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হাজী আ. ছবুর খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন গাজীপুর জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুর রহমান, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশিক জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক তুহিন সিদ্দিকী, উপজেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আজাদ মিয়া প্রমুখ।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে