ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সূর্যের ট্রেনে চীন সফরে কিম জং উন

২০২৫ সেপ্টেম্বর ০২ ১১:০৭:৩৮
সূর্যের ট্রেনে চীন সফরে কিম জং উন

নিজস্ব প্রতিবেদক: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আকাশপথ এড়িয়ে বুলেটপ্রুফ বিশেষ ট্রেনে চীনের উদ্দেশে রওনা দিয়েছেন। সোমবার (২ সেপ্টেম্বর) পিয়ংইয়ং সময় দুপুরে ব্যক্তিগত ট্রেন 'তেয়াং-হো'তে যাত্রা শুরু করেন তিনি। খবর বিবিসি’র।

নিরাপত্তার কারণে দীর্ঘ প্রায় ২০ ঘণ্টার এই ট্রেনযাত্রা বেছে নিয়েছেন কিম। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার ট্রেনটি চীনের রাজধানী বেইজিং পৌঁছাবে।

'তেয়াং-হো' নামের এই বুলেটপ্রুফ ট্রেনটি অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থায় সজ্জিত। ট্রেনটিতে রয়েছে শক্তিশালী আর্মর সিস্টেম, অনবোর্ড মর্টার, রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি এবং ভারি অস্ত্র। সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার।

কিম জং উনের এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ এতে তিনি রাশিয়া, ইরান ও মিয়ানমারের মতো নিষেধাজ্ঞাগ্রস্ত দেশসহ ২৬টি দেশের নেতাদের সঙ্গে একই মঞ্চে থাকবেন। তবে কোনো পশ্চিমা দেশের নেতা এই আয়োজনে উপস্থিত থাকছেন না।

বুধবার তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে দাঁড়িয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশাল সামরিক কুচকাওয়াজ প্রত্যক্ষ করবেন।

উল্লেখ্য, ‘তেয়াং-হো’ ট্রেনটির নামকরণ করা হয়েছে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সাংকে স্মরণ করে। ‘তেয়াং-হো’ কোরিয়ান ভাষায় অর্থ ‘সূর্য’। এর আগেও কিম জং উন বেইজিং, হ্যানয় ও ভ্লাদিভস্তক সফরে এই বিশেষ ট্রেন ব্যবহার করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে