ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বিএনপিই এখন জাতীয় পার্টির লাইফলাইন

২০২৫ সেপ্টেম্বর ০২ ১২:৩২:১৬
বিএনপিই এখন জাতীয় পার্টির লাইফলাইন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে আলোচনা চলছে, তা গণতন্ত্রের জন্য হুমকি উল্লেখ করে দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন,"এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপির কাঁধেই।"

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার প্রস্তাব অনেকেই দিচ্ছেন বলে দাবি করে শামীম বলেন,"এই ইস্যুটি এখন অনেকটাই স্তিমিত। আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই— তারা এখনো সেই ফাঁদে পা দেয়নি।"

তিনি আরও বলেন,"যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয়, আবার আওয়ামী লীগের বিরুদ্ধেও যদি নিষেধাজ্ঞা থাকে, তাহলে নির্বাচনী মঞ্চে প্রধান তিনটি রাজনৈতিক শক্তির মধ্যে ভারসাম্য থাকবে না। তখন বিএনপিকে ২০০ আসন দিতে হবে, অন্যদের ৫০-৫০ করে ভাগ দিতে হবে। এতে বিএনপি বাধ্য হয়ে 'পলিটিক্যাল পাপেট' হয়ে পড়বে।"

আলোচনায় শামীম পাটোয়ারী ‘কুলিং পিরিয়ড’ বা রাজনৈতিক বিরতির প্রয়োজনীয়তার কথাও বলেন।

"২১ আগস্টের ঘটনার পর আওয়ামী লীগ সরাসরি বিএনপির ওপর দমন-পীড়ন চালায়নি। তারা কিছুটা সময় নিয়েছিল। এটাকেই আমি কুলিং পিরিয়ড বলছি। এ রকম একটি বিরতির সময় রাজনীতিতে এখন দরকার।"

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে