ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

২০২৫ সেপ্টেম্বর ০২ ১২:৫১:৩২
নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে মির্জা ফখরুল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পৌঁছান এবং নুরুল হক নুরের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ নেন।

এর আগে নুরুল হক নুরের অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ বেশ কয়েকজন আহত হন।

অন্যদিকে, গতকাল সোমবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান। তাকে দ্রুত কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর আজ সেখানে গিয়েও খোঁজ নিয়েছেন মির্জা ফখরুল।

এ সময় বিএনপি মহাসচিব সংহতি প্রকাশ করেন এবং আহত দুই নেতার দ্রুত সুস্থতা কামনা করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে