ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

২০২৫ সেপ্টেম্বর ০৩ ০৭:০৯:০০
কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

নিজস্ব প্রতিবেক: সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানো হয়েছে। গত ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জামিন আবেদন বাতিল করে এই নির্দেশ দেন।

সকাল ১১টার দিকে সুলতানা পারভীন আদালতে হাজির হলে তাকে দেখতে আদালত প্রাঙ্গণে বহু মানুষ ভিড় করে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. বজলুর রশিদ এবং অ্যাডভোকেট আজিজার রহমান দুলু। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম।

২০২০ সালের ১৩ মার্চ গভীর রাতে তৎকালীন জেলা প্রশাসনের একটি দল সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাড়িতে অভিযান চালায়। অভিযোগ ওঠে, প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হয়। তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার উপস্থিতিতে ডিসি অফিসে তাকে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।

এরপর আরিফুলকে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। একজন সাংবাদিককে এভাবে তুলে নিয়ে নির্যাতন ও সাজা দেওয়ার ঘটনাটি সারাদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সাংবাদিক আরিফুল ইসলাম রিগান বাদী হয়ে সুলতানা পারভীনকে প্রধান আসামি করে মোট চারজনের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় অপহরণ ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। মামলাটি ২০২০ সালের ৩১ মার্চ দায়ের করা হয়েছিল।

সম্প্রতি সুলতানা পারভীন হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। মঙ্গলবার স্থায়ী জামিনের জন্য জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলেও তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে