ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ব্র্যাক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ 

২০২৫ সেপ্টেম্বর ০৩ ১০:৪৭:৪৬
ব্র্যাক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ 

নিজস্ব প্রতিবেদক: তারেক রেফাত উল্লাহ খানকে ব্র্যাক ব্যাংক পিএলসি-র ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে ব্যাংকের বোর্ড। এই নিয়োগ গতকাল মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।

এর আগে, ২৭ মে ২০২৫ থেকে তিনি এমডি ও সিইও’র কারেন্ট চার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এরও আগে, উদ্ভাবনী নেতৃত্ব, ব্যবসায়িক প্রবৃদ্ধি ও ব্যাংকের ট্রান্সফর্মেশনে অবদানের স্বীকৃতিস্বরূপ, এপ্রিল ২০২৫-এ তাঁকে অ্যাডিশনাল এমডি ও হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

ব্র্যাক ব্যাংকের বোর্ড চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান বলেন:“তারেক রেফাত উল্লাহ খান হলেন সেই উপযুক্ত নেতা, যিনি শেয়ার বাজারে ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করবেন। তাঁর ভিশন, সততা ও নেতৃত্ব ব্র্যাক ব্যাংককে আরও আস্থাশীল, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবে— যার ইতিবাচক প্রভাব পড়বে গ্রাহক, ব্যাংকিং খাত, সমাজ ও দেশের ওপর।”

তারেক রেফাত উল্লাহ ২০১৭ সালে ব্র্যাক ব্যাংকে হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে যোগ দেন। এর আগে তিনি প্রায় তিন দশক ধরে আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ট্রানজেকশন ব্যাংকিং এবং রিস্ক ম্যানেজমেন্টে তাঁর দক্ষতা ব্যাংকিং খাতে উদ্ভাবন ও শুদ্ধাচারের নজির স্থাপন করেছে।

ইস্টার্ন ব্যাংক-এ তিনি করপোরেট ব্যাংকিং ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিলেশনশিপ হিসেবে দায়িত্ব পালন করেন এবং কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ সিইও ও বোর্ড চেয়ারম্যানের অ্যাওয়ার্ড লাভ করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে