ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
Sharenews24

হার্টের রোগী দেখতে গিয়ে হার্ট অ্যাটাকে চিকিৎসকের মৃত্যু 

২০২৫ আগস্ট ৩০ ১৫:৪৫:০৪
হার্টের রোগী দেখতে গিয়ে হার্ট অ্যাটাকে চিকিৎসকের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক: ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে হৃদরোগী দেখার সময় হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন চিকিৎসক গ্র্যাডলিন রায়। এ ঘটনায় শোকের ছায়া নেমেছে চিকিৎসক মহলে।

৩৯ বছর বয়সী গ্র্যাডলিন রায় সাভিথা মেডিকেল কলেজের কনসালট্যান্ট কার্ডিয়াক সার্জন হিসেবে কর্মরত ছিলেন। গত বুধবার তিনি হাসপাতালে রাউন্ড দিচ্ছিলেন এবং রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করছিলেন, এর মধ্যেই তাঁর হৃদযন্ত্র থেমে যায়।

ডাঃ সুধীর কুমার, যিনি গ্র্যাডলিন রায়ের সহকর্মী, জানান যে, তার সহকর্মীরা তাঁকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেন। সিপিআর, স্টেন্টিং, জরুরি অ্যাঞ্জিওপ্লাস্টি, ইন্ট্রাঅর্টিক বেলুন পাম্প এবং ইসিএম প্রয়োগ করা হলেও ১০০ শতাংশ ব্লকেজের কারণে তারা কিছুই করতে পারেননি।

তিনি বলেন, "বাম পাশের প্রধান ধমনীতে ১০০ শতাংশ ব্লকেজ ছিল, যা বড় ধরনের হার্ট অ্যাটাকের কারণ হয়।"

ডাঃ সুধীর কুমার আরও বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ৩০ থেকে ৪০ বছর বয়সী অনেক চিকিৎসকই হঠাৎ করে হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন। এর কারণ হিসেবে তিনি তরুণ চিকিৎসকদের দীর্ঘ সময় ধরে কাজ করার চাপ, টানা শিফট এবং জীবন-মৃত্যুর সিদ্ধান্তের চাপের কথা উল্লেখ করেন। অনেক চিকিৎসক অস্বাস্থ্যকর জীবনযাপন, ব্যায়াম না করা, ঠিকমতো খাবার না খাওয়ার বিষয়েও সতর্ক করেন।

গ্র্যাডলিন রায় মৃত্যুর সময় এক স্ত্রী এবং ছোট একটি সন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যু চিকিৎসক সমাজে গভীর শোকের সৃষ্টি করেছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে