ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ইতালিতে ৪০ হাজার বাংলাদেশি রাজনৈতিক আশ্রয়প্রার্থী

২০২৫ সেপ্টেম্বর ০৩ ০৭:০১:৪৪
ইতালিতে ৪০ হাজার বাংলাদেশি রাজনৈতিক আশ্রয়প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও অ্যালেসান্দ্রো গত ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে জানান, প্রায় ৪০ হাজার বাংলাদেশি নাগরিক ইতালিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। বৈঠকে তিনি বৈধ পথে বাংলাদেশি শ্রমিক নেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা কামনা করেন।

বর্তমানে ইতালিতে বৈধভাবে ২ লাখেরও বেশি বাংলাদেশি বসবাস করছেন। তবে অবৈধভাবে অবস্থান করছেন প্রায় ৭০ হাজার বাংলাদেশি। সম্প্রতি ভুয়া কাগজপত্র ও বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করে ইতালিতে প্রবেশের কারণে দেশটির সরকার প্রায় ৩০ হাজার বাংলাদেশির কাজের অনুমতি বাতিল করেছে।

বৈঠকে অংশ নেওয়া একজন কর্মকর্তা জানান, ইতালি বাংলাদেশ থেকে বৈধ শ্রমিক নিতে আগ্রহী হলেও, অবৈধভাবে সেখানে যাওয়া অভিবাসীদের তালিকায় বাংলাদেশিরা শীর্ষে রয়েছে। বিষয়টি নিয়ে ইতালি সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদনকারী ৪০ হাজার বাংলাদেশির মধ্যে প্রায় ৯৮ শতাংশ আবেদনই ইতালি সরকার বাতিল করে দিয়েছে। মানব পাচার প্রতিরোধসহ অন্যান্য বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, অবৈধ অভিবাসন বন্ধ এবং বৈধ শ্রমিক নিয়োগ প্রক্রিয়া সহজ করতে কয়েক মাস আগে দুই দেশের মধ্যে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) স্বাক্ষরিত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি অনুবিভাগ) খন্দকার মো. মাহবুবুর রহমান বলেন, “অভিবাসন বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। ইতালির রাষ্ট্রদূত সেই কারণেই এসেছিলেন। কীভাবে বাংলাদেশি নাগরিকেরা ইতালি যাচ্ছেন, কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন, ভবিষ্যতে অবৈধ অভিবাসন বন্ধে করণীয় কী হবে এবং এ বিষয়ে আইন প্রণয়নের সম্ভাবনা—এসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে।”

উল্লেখ্য, গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতিও পিয়ানতেদোসি ঢাকায় সফরে এসেছিলেন। সে সময়ও বাংলাদেশি নাগরিকদের অবৈধ অভিবাসনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে