ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ডাকসু নির্বাচন নিয়ে বড় সতর্কবার্তা

২০২৫ সেপ্টেম্বর ০৩ ১০:৪১:৫২
ডাকসু নির্বাচন নিয়ে বড় সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা, আর প্রার্থীসংখ্যাও এবার রেকর্ড গড়েছে। তবে প্রশ্ন উঠছে—এত স্বল্প সময়ের মধ্যে এতগুলো পদের প্রার্থীকে ভোট দেওয়া আদৌ সম্ভব হবে কি?

এবারের ডাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন।কেন্দ্রীয় সংসদের ২৮ পদে প্রার্থী ৪৭১ জন,১৮টি হল সংসদের ১৩ পদে প্রার্থী হয়েছেন ১,০৩৫ জন।

ভোটগ্রহণের জন্য স্থাপন করা হয়েছে ৮টি কেন্দ্র এবং ৭১০টি বুথ। প্রতি কেন্দ্রে গড়ে ৫ হাজার, এবং প্রতি বুথে গড়ে ৫৬ জন ভোটার।

একজন ভোটার যদি কেন্দ্রীয় ও হল সংসদের সব ৪১ পদে ভোট দেন, তার প্রয়োজন হবে প্রায় ৮ মিনিট।সেক্ষেত্রে, একটি ভোট দিতে সময় পাবেন গড়ে ১২ সেকেন্ড।ফলে প্রশ্ন উঠছে—এই স্বল্প সময়ে ব্যালটে পছন্দের প্রার্থীকে খুঁজে বের করে সঠিকভাবে ভোট দেওয়া কি সম্ভব?

শিক্ষার্থীদের দাবি, অধিকাংশ ভোটার ভোটগ্রহণের মাঝামাঝি সময় কেন্দ্রে আসেন, ফলে ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন ও অপেক্ষার ঝুঁকি থেকেই যাচ্ছে।

ভোটার চাপ ও সময় সংকটের কথা মাথায় রেখে বুথ সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭১০ করা হলেও কেন্দ্রের সংখ্যা অপরিবর্তিত। এ নিয়ে বিভিন্ন প্যানেল অসন্তোষ প্রকাশ করেছে।

ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করে বলেন,“কোনো পক্ষ ইচ্ছাকৃতভাবে কেন্দ্র সংখ্যা না বাড়ানোর পেছনে রয়েছে। এতে ২০১৯ সালের পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে।”

শিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বলেন,“ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও নির্ধারিত সময়ে ভোট প্রদান নিয়ে আমরা শঙ্কিত।”

একটি প্যানেল কিছু হলের কেন্দ্র পরিবর্তনের দাবিও জানিয়েছে, দূরত্ব ও ভিড়ের কথা বিবেচনায় নিয়ে।

ডাকসুর প্রধান নির্বাচন কর্মকর্তা প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন,“ভোটাররা সাধারণত তাদের পছন্দের প্রার্থীর নাম ও ব্যালট নম্বর আগে থেকেই ঠিক করে রাখে। তাই ভোট দিতে বেশি সময় লাগবে না।”

ভোটগ্রহণ হবে আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর), সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, নিরবচ্ছিন্নভাবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে