ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

এনসিপি নেতার ৪৯ সেকেন্ডের আপত্তিকর ভিডিও ফাঁস!

২০২৫ সেপ্টেম্বর ০৩ ০৯:৫৮:২৯
এনসিপি নেতার ৪৯ সেকেন্ডের আপত্তিকর ভিডিও ফাঁস!

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যকরী সদস্য আব্দুর রহিমের একটি ৪৯ সেকেন্ডের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে। ভিডিওটিতে তাকে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আব্দুর রহিমকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

ভিডিও ফাঁস হওয়ার পর আব্দুর রহিম প্রথমে সাংবাদিকদের কাছে দাবি করেন, ভিডিওতে দেখা নারীটি তার স্ত্রী। কিন্তু গণমাধ্যমকর্মীরা ওই নারীর পরিচয় শনাক্ত করলে তিনি নিজের ভুল স্বীকার করেন এবং জানান যে, ওই নারী তার স্ত্রী নন। তিনি সংবাদটি প্রকাশ না করার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন।

এই ঘটনার পর মাদারীপুর জেলা এনসিপি কমিটির সদস্যরা মৌখিকভাবে বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কেন্দ্রীয় কমিটি তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি।

এই ঘটনা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। অনেকেই আব্দুর রহিমের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সাবেক সদস্য সচিব মাসুব বিল্লাহ এই ঘটনায় হতাশা প্রকাশ করে বলেছেন, একদিকে যেমন ব্যক্তিগত গোপনীয়তা জনসম্মুখে প্রকাশ করা হতাশাজনক, তেমনি একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন অসামাজিক কার্যকলাপও কাম্য নয়।

এনসিপির মাদারীপুর জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক নেয়ামতুল্লাহ বলেছেন, যদি আব্দুর রহিম প্রমাণ করতে না পারেন যে ভিডিওতে থাকা নারীটি তার স্ত্রী, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে