ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বরগুনায় ১২ আইনজীবী কারাগারে

২০২৫ সেপ্টেম্বর ০২ ১৮:০৩:৫৮
বরগুনায় ১২ আইনজীবী কারাগারে

নিজস্ব প্রতিবেদক: বরগুনায় বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগপন্থী ১২ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বরগুনার জেলা ও দায়রা জজ মো. সাইফুল রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো আইনজীবীরা হলেন:

মাহবুবুল বারি আসলাম

মজিবুর রহমান

এম. মজিবুল হক কিসলু

হুমায়ুন কবির

হুমায়ুন কবির পল্টু

সাইমুল ইসলাম রাব্বি

জুনায়েদ জুয়েল

আমিনুল ইসলাম মিলন

নুরুল ইসলাম

আব্দুল্লাহ আল মামুন মোল্লা

ইমরান হোসেন

আব্দুর রহমান জুয়েল

মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ১৭ মার্চ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটার অনুষ্ঠান শেষে আওয়ামীপন্থী আইনজীবীরা লোহার রড, জিআই পাইপসহ অস্ত্র নিয়ে মিছিল সহকারে বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালান।

এই হামলায় বিএনপি কার্যালয়ের আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রীসহ গুরুত্বপূর্ণ মালামাল ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়।

পরে ২০২৫ সালের ৩০ এপ্রিল রাতে বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নইমুল ইসলাম বরগুনা সদর থানায় মামলা দায়ের করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে