ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

৩০০ ফিটের ভাইরাল হাঁসের মাংস বিক্রেতা শাকিলার স্বামীর রহস্যজনক মৃত্যু

২০২৫ সেপ্টেম্বর ০২ ১৭:২২:৪৫
৩০০ ফিটের ভাইরাল হাঁসের মাংস বিক্রেতা শাকিলার স্বামীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ৩০০ ফিটের ভাইরাল হাঁসের মাংস বিক্রেতা শাকিলার স্বামীর রহস্যজনক মৃত্যু নিয়ে শোক ও সন্দেহের ছায়া ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। জোরপূর্বক কৃমির ট্যাবলেট খাইয়ে হত্যাচেষ্টা, মারধর এবং জোর করে বিয়ে করানোর অভিযোগ উঠেছে, যার পর তিনি মৃত্যুবরণ করেন। নিহতের পরিবারের দাবি, তাকে প্রথমে জোরপূর্বক কৃমির ট্যাবলেট খাওয়ানো হয় এবং এরপর মারধর করা হয়।

পরিবারের সদস্যরা জানান, চিকিৎসার জন্য তাকে মেডিকেলে নেওয়া হয়েছিল, কিন্তু তার অবস্থার অবনতি ঘটে। ভাইয়ের বোন অভিযোগ করেন, “ভিডিও করতাছে, মইরা গেছে, ভালো হইছে” এমন কথা বলা হচ্ছিল, যা অত্যন্ত অমানবিক। তার ভাইয়ের সব টাকা-পয়সাও কেড়ে নেওয়া হয়েছে। নিহতকে তিনবার জোরপূর্বক তুলে নেওয়া হয়েছিল এবং শেষবার শাকিল ও দিপু নামের দুই ব্যক্তি তাকে মারধর করেন। পরদিন তিনি নিখোঁজ হন এবং পরে মৃত্যুর খবর পাওয়া যায়।

পরিবার আরও অভিযোগ করে যে, জোরপূর্বক কৃমির ট্যাবলেট খাওয়ানোর ফলে তার ভাই মৃত্যুর মুখে চলে গিয়েছিলেন, শরীরের ৮০% অবস্থা শেষ হয়ে গিয়েছিল, মাত্র ২০% বাকি ছিল। দিপু, শাকিল, সুজন ও মোস্তফা তার ভাইকে জোর করে বিয়ে দেন, যা পরিবারের অজানা ছিল।

নিহতের বোন বলেন, “আমার ভাইয়ের জীবন এভাবে কেড়ে নেওয়া হয়েছে। তার মৃত্যুর সুষ্ঠ বিচার চাই।” পরিবারের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। স্থানীয়রা এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চাপ দিচ্ছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে