ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

যেসব দেশে বিয়ে করলেই মিলবে নাগরিকত্ব

২০২৫ আগস্ট ২৬ ১৬:১৬:১৬
যেসব দেশে বিয়ে করলেই মিলবে নাগরিকত্ব

নিজস্ব প্রতিবেদক: জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। কিন্তু অনেকেই স্বপ্ন দেখেন বিদেশে স্থায়ীভাবে বসবাস বা নাগরিকত্ব পাওয়ার। উচ্চশিক্ষা, ভালো চাকরি কিংবা বড় অঙ্কের বিনিয়োগ ছাড়া সেই স্বপ্ন পূরণ সবসময় সহজ হয় না। তবে এক বিকল্প পথ রয়েছে— বিয়ে।

ভালোবাসা হোক কিংবা ভবিষ্যৎ গড়ার আকাঙ্ক্ষা— অনেকেই এখন বিদেশি জীবনসঙ্গী বেছে নিচ্ছেন। প্রশ্ন হলো, বিয়ে করে কি নাগরিকত্ব পাওয়া সম্ভব? উত্তর হলো— হ্যাঁ, কিছু দেশে এটা সম্ভব এবং তুলনামূলক সহজ।

চলুন জেনে নিই, কোন কোন দেশে বিয়ের মাধ্যমে বৈধভাবে নাগরিকত্ব পাওয়া যায় এবং কী শর্তে।

ব্রাজিল

ব্রাজিল এই প্রক্রিয়ায় অন্যতম উদার দেশ। ব্রাজিলিয়ান নাগরিককে বিয়ে করে টানা এক বছর সে দেশে বসবাস করলে নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। ‍এছাড়া, ব্রাজিল দ্বৈত নাগরিকত্ব স্বীকৃতি দেয়, অর্থাৎ বাংলাদেশি পাসপোর্টও রাখা যাবে।

স্পেন

স্প্যানিশ নাগরিককে বিয়ের পর মাত্র এক বছর একসাথে বসবাস করলেই স্পেনের নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। সঙ্গে থাকতে হবে বিয়ের বৈধ সনদ, স্প্যানিশ ভাষায় প্রাথমিক দক্ষতা ও সংস্কৃতির সাধারণ জ্ঞান।

ফ্রান্স

ফরাসি নাগরিককে বিয়ের পর চার বছর ফ্রান্সে একসাথে থাকতে হয় নাগরিকত্ব পেতে। যদি বিয়ে হয় ফ্রান্সের বাইরে, তাহলে সময়সীমা বাড়তে পারে। ইউরোপীয় ইউনিয়নের সুবিধাও যুক্ত হয় নাগরিকত্বের সঙ্গে।

সার্বিয়া

তিন বছর বৈবাহিক সম্পর্ক এবং দেশে বসবাস করলে সার্বিয়ার নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। অনেক সময় নিয়ম কঠোরভাবে প্রয়োগ না করায় প্রক্রিয়া তুলনামূলক সহজ।

পর্তুগাল

পর্তুগিজ নাগরিকের সঙ্গে তিন বছর বৈবাহিক সম্পর্ক থাকলেই নাগরিকত্বের আবেদন করা যায়— আপনি যদি পর্তুগালে না থাকেন। ভাষা ও সংস্কৃতির জ্ঞান বাড়তি সুবিধা দিতে পারে।

পোল্যান্ড

বিয়ের তিন বছর পর এবং পোল্যান্ডে টানা দুই বছর বসবাসের শর্তে নাগরিকত্বের আবেদন করা যায়। তবে পোলিশ ভাষা জানাটা বাধ্যতামূলক। আয়কর কিছুটা বেশি (১৮-৩২%) হলেও দেশটি নিরাপদ ও আধুনিক।

তুরস্ক

তিন বছর একসাথে বৈধভাবে বসবাস করলে তুরস্কে নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। ভাষা বা সংস্কৃতির জ্ঞান বাধ্যতামূলক নয়। তুরস্কের পাসপোর্ট দিয়ে ১১০টির বেশি দেশে ভিসা ফ্রি/অন অ্যারাইভাল সুবিধা মেলে।

কেপ ভার্ড

পশ্চিম আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রে নাগরিককে বিয়ে করলেই নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। শর্ত শুধু একটি— বৈধভাবে বিয়ে করা।

সুইজারল্যান্ড

কঠোর অভিবাসন নীতি থাকলেও, তিন বছর বৈবাহিক সম্পর্ক এবং পাঁচ বছর বসবাস করলেই নাগরিকত্বের আবেদন করা যায়। দেশের বাইরে থেকেও ছয় বছর বৈবাহিক সম্পর্ক থাকলে আবেদন সম্ভব।

বিয়ে একটি গুরুত্বপূর্ণ জীবন সিদ্ধান্ত। যদি সত্যিকারের ভালোবাসা ও সম্মান থাকে, আর সেই সম্পর্ক নাগরিকত্ব এনে দেয়— সেটা হতে পারে একটি সুন্দর ভবিষ্যতের দারুণ সূচনা। তবে শুধু নাগরিকত্বের জন্য সম্পর্ক শুরু করলে তা কাগজে-কলমে থেকে যাবে, জীবনে সুখ বা মানসিক শান্তি মিলবে না।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে