ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

স্থানীয় বাজারে পণ্য বিক্রি করবে খান ব্রাদার্স

২০২৫ আগস্ট ২৬ ১৫:২১:২০
স্থানীয় বাজারে পণ্য বিক্রি করবে খান ব্রাদার্স

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড এখন থেকে দেশের অভ্যন্তরীণ বাজারে সরাসরি পণ্য বিক্রি করবে। এতদিন শুধুমাত্র সাব-কন্ট্রাক্ট কাজের ওপর নির্ভরশীল ছিল কোম্পানিটি। নতুন এই সিদ্ধান্তের ফলে তাদের ব্যবসায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) থেকে এই তথ্য জানা গেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদ জানিয়েছে, ২০২২ সাল থেকে তাদের রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এতদিন শুধু সাব-কন্ট্রাক্ট কাজ থেকে আয় হওয়ায় রাজস্বের উৎস সীমিত ছিল। তাই ব্যবসার পরিধি বাড়াতে এবং কার্যক্রমের উন্নতি ঘটাতে তারা এখন থেকে দেশীয় বাজার থেকে সরাসরি কাঁচামাল কিনে নিজেদের তৈরি পণ্য বিক্রি করবে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে