ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

জয় বাংলা স্লোগানে উত্তাল নিউইয়র্ক, উপদেষ্টার গায়ে ডিম

২০২৫ আগস্ট ২৫ ২০:১২:০৪
জয় বাংলা স্লোগানে উত্তাল নিউইয়র্ক, উপদেষ্টার গায়ে ডিম

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করেছে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবেশের সময় এ ঘটনা ঘটে। জুলাই মাসের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ওই অনুষ্ঠানটি আয়োজন করে কনস্যুলেট।

প্রত্যক্ষদর্শীদের মতে, মাহফুজ আলম কনস্যুলেটে প্রবেশের সময় আওয়ামী লীগের পতাকা হাতে একদল বিক্ষুব্ধ কর্মী ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে তার বিরুদ্ধে ডিম নিক্ষেপ করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা কনস্যুলেটের কাচের দরজা ভাঙচুর করে।

বিক্ষোভকারীরা অভিযোগ তোলেন, মাহফুজ আলম আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং তথাকথিত জুলাই আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের ‘পতনের পেছনে’ ভূমিকা রেখেছেন।

ওয়াশিংটন ডিসি থেকে অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন,“দেশটা একসময় রাজতন্ত্রে চলছিল, ছাত্র জনতার রক্তে সেই রাজা ও রাজপুত্রদের বিতাড়িত করা হয়েছে। এখন কেউ ডিম ছুড়বে, কটূক্তি করবে—এটাই তো স্বাভাবিক! মাহফুজ আলমের পতন চাইবে, এটাই বাস্তবতা।”

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজ আলম বলেন,“আমি কোনো রাজনৈতিক দলের অংশ নই। প্রবাসীদের অংশগ্রহণ ছাড়া জুলাই আন্দোলন সম্ভব হতো না। ভবিষ্যতে যেই সরকারই আসুক, তারা যেন এই চেতনা ধারণ করে দেশ চালায়—দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন করুক।”

ভারতীয় টিভি বন্ধে মতামত জানতে চাইলে তিনি বলেন,“আমি কিছু বন্ধ করার পক্ষে নই, বরং বিকল্প ভালো কিছু গড়ে তোলার পক্ষে। এমনকি আমি আওয়ামী লীগের কিছু বন্ধ করারও পক্ষে নই।”

অনুষ্ঠান চলাকালীন ভেতরে ও বাইরে উত্তেজনা বিরাজ করে। রাত ১০টার দিকে প্রশ্নোত্তর পর্ব ঘিরে হট্টগোল শুরু হয়। পুলিশের অনুরোধে মাহফুজ আলম অনুষ্ঠান শেষে রাত ১২টার পর নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (NYPD) পাহারায় নিরাপদে কনস্যুলেট ত্যাগ করেন।

অনুষ্ঠানে কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক স্বাগত বক্তব্য দেন এবং প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন।তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রাষ্ট্রীয় সফরে আগামী ২৭ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে