ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

মোদীর জবাবে তোলপাড় বিশ্ববাজার!

২০২৫ আগস্ট ২৬ ১০:৪২:৩৪
মোদীর জবাবে তোলপাড় বিশ্ববাজার!

নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যত চাপই আসুক না কেন, ভারত তা সফলভাবে মোকাবিলা করবে এবং প্রতিবারই আরও শক্তিশালী হয়ে উঠবে। সোমবার (২৫ আগস্ট) আহমেদাবাদে এক জনসভায় তিনি এ কথা বলেন। মোদীর এই বক্তব্যের পেছনে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বাড়তি শুল্কনীতিকে ইঙ্গিত করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যার ফলে মোট শুল্কহার প্রায় ৫০ শতাংশে পৌঁছাবে। এই সিদ্ধান্ত ২৭ আগস্ট থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের মতে, ভারতের রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি তাদের নিরাপত্তার জন্য হুমকি।

জনসভায় মোদী বলেন, “যখনই ভারতের শক্তি পরীক্ষা নেওয়া হবে, আমরা তা আরও নতুন উদ্যমে মোকাবিলা করব। ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসায়ী, কৃষক এবং পশুপালকদের স্বার্থের সঙ্গে কোনও আপস হবে না।” তিনি এও জানান, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ভারত নিজস্ব অর্থনৈতিক স্বার্থ রক্ষা করবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদীর এই বক্তব্য শুধু যুক্তরাষ্ট্রের চাপের বিরুদ্ধে জবাব নয়, বরং দেশীয় ব্যবসায়ী ও জনগণের আস্থা ফেরানোর কৌশল হিসেবেও দেখা হচ্ছে। শুল্ক বৃদ্ধির ফলে রপ্তানি খাতে সম্ভাব্য চাপ সৃষ্টি হলেও মোদী স্পষ্টভাবে জানান— ভারত পিছিয়ে পড়বে না।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে