ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

ইউনাইটেড ফাইন্যান্সের নতুন মোবাইল অ্যাপ ‘উমা’ 

২০২৫ আগস্ট ২৫ ২১:৩৯:৪০
ইউনাইটেড ফাইন্যান্সের নতুন মোবাইল অ্যাপ ‘উমা’ 

নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি খাতের অন্যতম নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি গ্রাহক সেবায় নতুন মাইলফলক স্থাপন করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রথম মোবাইল অ্যাপ ‘উমা’ উদ্বোধন করেছে, যা দেশের নন-ব্যাংকিং আর্থিক খাতে (NBFI) প্রথমবারের মতো সম্পূর্ণ অনলাইনভিত্তিক ডিপোজিট অ্যাকাউন্ট খোলার সুযোগ প্রদান করছে।

সোমবার (২৫ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ফাইন্যান্সের চেয়ারম্যান নজমুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গ্রাহক, অংশীদার ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

'উমা' অ্যাপের প্রধান ফিচারসমূহ:

সম্পূর্ণ অনলাইনে নতুন ডিপোজিট অ্যাকাউন্ট খোলার সুযোগ

রিয়েল-টাইমে ডিপোজিট ও ঋণের তথ্য দেখার সুবিধা

অ্যাকাউন্ট স্টেটমেন্ট ও সার্টিফিকেট সরাসরি ডাউনলোড

মোবাইল থেকেই সেবা অনুরোধ পাঠানো

নিরাপদ এবং ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস

চেয়ারম্যান নজমুল হাসান বলেন,“গ্রাহকদের জন্য সর্বশেষ উদ্ভাবন বাস্তবায়নে আমরা গর্বিত। ‘উমা’ অ্যাপ ডিজিটাল অভিজ্ঞতাকে আরও সহজ ও নিরবচ্ছিন্ন করে তুলবে।”

ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম বলেন,“এই অ্যাপ আমাদের নিজস্ব টিমের উদ্ভাবনী সাফল্য। এটি ইউনাইটেড ফাইন্যান্সের প্রযুক্তিগত সক্ষমতা ও গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন।”

উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান অ্যাপটির বৈশিষ্ট্য তুলে ধরে বলেন,“যে কোনো সময়, যেকোনো স্থান থেকে গ্রাহকেরা তাঁদের আর্থিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।”

অ্যাপটি এখনই গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। ধাপে ধাপে এর ব্যবহারের টিউটোরিয়াল এবং ফিচার হাইলাইট ইউনাইটেড ফাইন্যান্সের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে