ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

মধুমতি ব্যাংকে ইসলামী ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত

২০২৫ আগস্ট ২৫ ২১:০৬:৪৭
মধুমতি ব্যাংকে ইসলামী ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মধুমতি ব্যাংক পিএলসি-তে “Islamic Banking Fundamentals: Concept and Operational Methodology of Islamic Banking” শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৩ আগস্ট) ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান।

কর্মশালাটি পরিচালনা করেন জনতা ব্যাংকের পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল সরকার (এএফআইআইবিআই)।

অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির সদস্য, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও নির্বাহী, এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক ধারণা, মূলনীতি ও বাস্তব কার্যক্রম পরিচালনার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার পাশাপাশি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা নিজেদের জিজ্ঞাসার উত্তর পান এবং নতুন ধারণা লাভ করেন।

এ ধরনের আয়োজন ইসলামী ব্যাংকিং সম্পর্কে ব্যাংক কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে