ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

এবার হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

২০২৫ আগস্ট ২৫ ২১:১২:০১
এবার হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মধ্যে সাম্প্রতিক বাকযুদ্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। একে অপরকে উদ্দেশ্য করে কড়া ভাষায় মন্তব্য করেছেন তারা।

সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে আসন পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানিতে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এই প্রেক্ষাপটে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এক সংবাদ সম্মেলনে রুমিন ফারহানাকে ইঙ্গিত করে বলেন,“বিএনপিতে অনেক আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রয়েছেন, যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ। তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা।”

এছাড়া তিনি আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী, সুবিধাভোগী এবং নির্বাচন কমিশনকে গুন্ডা দিয়ে প্রভাবিত করার চেষ্টাকারীদের বিএনপির ভেতরেই পাওয়া যাচ্ছে।”

হাসনাতের এই মন্তব্যের জবাবে রুমিন ফারহানা তার ভেরিফায়েড ফেসবুক পেজে কড়া প্রতিক্রিয়া জানান। তিনি হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ করে তীব্র ভাষায় লিখেন:“এটা ওই লোকটা না, যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে?”

পোস্টে তিনি আরও ব্যক্তিগত আক্রমণমূলক শব্দ ব্যবহার করেন এবং হাসনাতের ছাত্রলীগ ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণস্বরূপ ছবি সংযুক্ত করেন। তার পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

রবিবার (২৪ আগস্ট) নির্বাচন ভবনে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সময় ধাক্কাধাক্কি হয়। এই ঘটনার জের ধরেই হাসনাত আবদুল্লাহ বিএনপির বিরুদ্ধে ‘ভোটকেন্দ্র দখলের প্রস্তুতির’ অভিযোগ তোলেন এবং বলেন,“শুনানিতে এনসিপির নেতা–কর্মীদের ওপর হামলাও একটি ‘টেস্ট ম্যাচ’ ছিল।”

রুমিন ফারহানা তার জবাবে বলেন,“আমাকে প্রথমে ধাক্কা দিয়েছেন একজন অপরিচিত ব্যক্তি। আমি একজন নারী, তাই আমার সহকর্মীরা স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া জানিয়েছে। বিষয়টি খুবই সোজা।”

এই বাকযুদ্ধ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই একে রাজনীতির অবক্ষয় হিসেবে দেখছেন, আবার কেউ কেউ দুই নেতার বক্তব্যকেই অপ্রয়োজনীয় ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করছেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে