ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

সামান্য পতনেও শেয়ারবাজারে আস্থার ধারাবাহিকতা অব্যাহত

২০২৫ আগস্ট ২৬ ১৫:০৭:৫২
সামান্য পতনেও শেয়ারবাজারে আস্থার ধারাবাহিকতা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: আগেরদিনের ধারাবাহিকতায় আজও শেয়ারবাজারের লেনদেনে চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে। যদিও দিনের শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক সামান্য ৬.৫ পয়েন্ট কমে লেনদেন শেষ হয়েছে। তবে সামগ্রিকভাবে বাজারে ইতিবাচক দিক ছিল লেনদেনের উল্লেখযোগ্য বৃদ্ধি।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় প্রায় ৭০ কোটি টাকা বেশি। বাজার বিশ্লেষকদের মতে, বাড়তি লেনদেন বিনিয়োগকারীদের আগ্রহের প্রতিফলন এবং এটি বাজারে স্থিতিশীলতার ইঙ্গিত বহন করে।

দিনের প্রথম ভাগে সূচক এক পর্যায়ে ৫৫ পয়েন্ট পর্যন্ত বেড়ে যায়। পরে বড় বিনিয়োগকারীদের মুনাফা তোলার কারণে সূচক নেতিবাচক দিকে গেলেও বাজারের ভিত্তি নড়বড়ে হয়নি। বরং সাপোর্ট লেভেল ৫ হাজার ৪৪০ পয়েন্ট দৃঢ়ভাবে টিকে আছে, যা বাজারের জন্য একটি ইতিবাচক সঙ্কেত বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

আজ ডিএসইতে ১৩৭টি প্রতিষ্ঠানের মূল্য বেড়েছে। যদিও ২১৫টির দাম কমেছে, তবুও টার্নওভারের ঊর্ধ্বমুখী প্রবণতা বাজারের প্রতি আস্থা বাড়াচ্ছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, আগামীকাল সূচক যদি সামান্য হলেও ঘুরে দাঁড়ায় এবং বর্তমান সাপোর্ট লেভেল না ভাঙে, তাহলে বাজার ৬ হাজার পয়েন্টের দিকে অগ্রসর হতে পারে।

বিশ্লেষকদের মতে, মুনাফা তোলার চাপ কমলে আবারও বাজারে ইতিবাচক ধারা ফিরে আসবে। সাম্প্রতিক লেনদেনের গতি এবং বিনিয়োগকারীদের সক্রিয়তা বাজারের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হওয়ার মতো পরিবেশ তৈরি করেছে।

মঙ্গলবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৮.৮৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯০.২২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৩.৭১ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৭টির দর বেড়েছে, ২১৫টির দর কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ১ হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৭৭ কোটি ৭৬ লাখ টাকার। আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে ৬৯ কোটি ৯২ লাখ টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্র গতি দেখা গেছে। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ০.৮১ পয়েন্ট বেড়ে ১৫,২২৮.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএসইতে লেনদেনের পরিমাণ কমে ১৫ কোটি ১ লাখ টাকা হয়েছে, যা আগের দিন ছিল ৫০ কোটি ৪৪ লাখ টাকা।

সিএসইতে মোট ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে ১১৩টির দাম বেড়েছে, ১০৩টির কমেছে এবং ২৬টির অপরিবর্তিত ছিল।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে