ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

আন্তর্জাতিক বাজারে ফিরল এনার্জিপ্যাক, নেপালে বড় রপ্তানি

২০২৫ আগস্ট ২৫ ১৯:৩৬:৪৮
আন্তর্জাতিক বাজারে ফিরল এনার্জিপ্যাক, নেপালে বড় রপ্তানি

নিজস্ব প্রতিবেদবক: বাংলাদেশের প্রকৌশল খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে দেশের শীর্ষস্থানীয় বিদ্যুৎ প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। সম্প্রতি নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে ৬৩ এমভিএ ১৩২/৩৩ কেভি পাওয়ার ট্রান্সফরমার এবং সংশ্লিষ্ট সাবস্টেশন যন্ত্রপাতি রপ্তানি করেছে শেয়ারবাজারের এই প্রতিষ্ঠানটি। প্রায় ২৪ লাখ মার্কিন ডলার মূল্যের এই রপ্তানি দেশের আন্তর্জাতিক বাণিজ্যে এনার্জিপ্যাকের শক্তিশালী প্রত্যাবর্তনের ইঙ্গিত বহন করে।

সোমবার (২৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এনার্জিপ্যাক এই গুরুত্বপূর্ণ অর্জনের কথা নিশ্চিত করে। এই রপ্তানিকে এনার্জিপ্যাক একটি মাইলফলক হিসেবে দেখছে। কোভিড-১৯ মহামারীর আগে প্রতিষ্ঠানটি বছরে গড়ে প্রায় ৫০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করত। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস খাতে জাতীয় রপ্তানি ট্রফি (গোল্ড ক্যাটাগরি) জয়ী এই প্রতিষ্ঠানের জন্য এটি ছিল আন্তর্জাতিক বাজারে পুনরায় নিজেদের অবস্থান জানান দেওয়ার একটি সুযোগ। এই রপ্তানির মাধ্যমে কেবল এনার্জিপ্যাক নয়, বরং পুরো বাংলাদেশের প্রকৌশল খাতের সক্ষমতা বৈশ্বিক মঞ্চে তুলে ধরা সম্ভব হয়েছে।

এই অর্জনের পর এনার্জিপ্যাকের কর্মকর্তারা ঢাকায় নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর সঙ্গে বৈঠক করেন। আলোচনায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক বাণিজ্য প্রসারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এর আগে, এডিবি এবং বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত নেপালের বিদ্যুতায়ন প্রকল্পে এনার্জিপ্যাক ২৫টি সাবস্টেশন নির্মাণ করে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতার একটি মজবুত ভিত্তি স্থাপন করেছিল।

এ উপলক্ষে এনার্জিপ্যাক ঢাকায় একটি মাসব্যাপী কর্মশালা, সেমিনার এবং অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে। এতে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং আঞ্চলিক বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।

এনার্জিপ্যাকের প্রধান নির্বাহী কর্মকর্তা রবিউল আলম এই অর্জনকে "পুরো বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং খাতের জন্য গর্বের বিষয়" হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, "আমরা দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রকল্পে বাংলাদেশের প্রকৌশল সামর্থ্য তুলে ধরতে পারছি, যা ভবিষ্যতের বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে।"

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে