ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র

২০২৫ আগস্ট ২০ ১৭:২৮:৫৩
৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশে ক্যাশলেস ইকোনমির ভিত্তি শক্তিশালী হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ৭-৮ বছরের মধ্যে বাংলাদেশ একটি বড় ক্যাশলেস অর্থনীতির কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

বুধবার (২০ আগস্ট) সকালে রাজধানীতে আয়োজিত উন্নয়ন কৌশলভিত্তিক এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। ড. মনসুর বলেন,“নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে এবং এর মাধ্যমে কর ফাঁকি দেওয়া সহজ হয়ে যায়। এখন থেকে এই প্রবণতা রোধ করতে হবে।”

তিনি আরও বলেন, দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর তা সম্ভব হলে সামষ্টিক অর্থনীতিও শক্তিশালী হবে। একই সঙ্গে তিনি আর্থিক খাতে নতুন প্রযুক্তিনির্ভর লেনদেন ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেন, যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনা যায়।

গভর্নর জানান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর আওতায় ‘ন্যানো লোন’ ধারণা জনপ্রিয়তা পাচ্ছে। তার ভাষ্যমতে,“প্রতিদিন গড়ে ৪ হাজার মানুষ এ ধরণের ক্ষুদ্র ঋণ সেবা গ্রহণ করছেন। এ পর্যন্ত মোট ৭ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।”

তিনি এ ধারা আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন, যা দেশের ডিজিটাল ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে