ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

‘আমি বিয়ে করলেও কোনো দিন সুখী হতাম না’

২০২৫ আগস্ট ২০ ১০:১৮:৩৩
‘আমি বিয়ে করলেও কোনো দিন সুখী হতাম না’

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের নাজিরপুরে পান্না শিকদার নামে এক যুবকের বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের’ অভিযোগ তুলে নাসরিন আক্তার (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার রঘুনাথপুর গ্রামে নিজের ঘর থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

নাসরিনের ঘর থেকে দেড় পৃষ্ঠার একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যেখানে সে তার মৃত্যুর জন্য প্রেমিক পান্নাকে দায়ী করে তার কঠোর শাস্তি দাবি করেছে।

নাসরিনের পরিবার জানায়, স্থানীয় লতিফ শিকদারের ছেলে পান্না শিকদারের (২৪) সঙ্গে নাসরিনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাস দিয়ে পান্না একাধিকবার নাসরিনের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে, কিন্তু সম্প্রতি বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

নাসরিনের ভাগনে বলেন, "বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নাসরিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।"

তার ভাবি অভিযোগ করে বলেন, "পান্নার দেওয়া মানসিক চাপ ও হুমকির কারণে নাসরিন কিছুদিন ধরে স্কুলেও যেতে পারছিল না। ওকে অনেক অপমানজনক কথাও শুনতে হয়েছে। আমরা এই ঘটনার বিচার দাবি করছি।"

নাসরিনের পাওয়া চিরকুটটিতে লেখা ছিল:

“আমার মরার কারণ হলো লতিফ শিকদারের একমাত্র ছেলে পান্না শিকদার। সে আমাকে বিয়ের কথা বলে আমার দেহ ভোগ করেছে। আমার শেষ ইচ্ছা, ওর এমন সাজা হোক, যাতে আমার মতো আর কারও জীবন না নষ্ট করতে পারে।

বাবা এবং ভাই ও বোন, পারলাম না তোমাদের কথা রাখতে। আমাকে মাফ করে দিও। আমি বিয়ে করলেও কোনো দিন সুখী হতাম না। আমি তো এমনিতে জাহান্নামি।

আর মা, আমি নাই তো কি হইছে। আরও তো ভাই-বোন আছে। আমাকে বিয়া দিবা না, মনে করবা আমি শ্বশুরবাড়ি। কান্না করবা না একটুও। আমার বুকে না অনেক কষ্ট। তাই আর সহ্য করতে পারলাম না।

পান্নার জন্য কি না করছি, কিন্তু ও মিথ্যা অপবাদ দিল। ওর জন্য আমার অনেক কথা শুনতে হইছে। আমি ওর উচিত শিক্ষা চাই। good bye”

ঘটনার পর থেকে অভিযুক্ত পান্না শিকদার ও তার পরিবারের সদস্যদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। চিরকুটটিও জব্দ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে