ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তন্বীকে সমর্থন দিয়ে আলোচনায় ছাত্রদল

২০২৫ আগস্ট ২০ ১৫:৪৮:৪৫
তন্বীকে সমর্থন দিয়ে আলোচনায় ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তবে ব্যতিক্রম হিসেবে সংগঠনটি গুরুত্বপূর্ণ ‘প্রকাশনা ও গবেষণা সম্পাদক’ পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এ পদে কোনো প্রার্থী দেয়নি এবং তাঁকেই সমর্থন দেবে।

বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্যানেল ঘোষণা করেন।

তিনি জানান, ভিপি-জিএসসহ ২৮টি পদের মধ্যে ২৭টি পদে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র ‘প্রকাশনা ও গবেষণা সম্পাদক’ পদে ছাত্রদল থেকে কোনো প্রার্থী দেওয়া হয়নি।

রাকিব বলেন,“ডাকসুর প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বী। তাঁর প্রতি সম্মান জানিয়ে ছাত্রদল ওই পদে প্রার্থী দিচ্ছে না এবং তাঁকেই সমর্থন দেবে।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তন্বী ইতোমধ্যেই ওই পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

চলতি বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলায় আহত হন তন্বী। রক্তাক্ত অবস্থায় তাঁর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা আন্দোলনকারীদের জন্য শক্তিশালী অনুপ্রেরণায় পরিণত হয়।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তন্বী। তিনি জানিয়েছেন, নির্বাচনী ইশতেহার প্রকাশের পর গণমাধ্যমে বক্তব্য দেবেন।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে