ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আইপিও তহবিলের ব্যবহার কাঠামো পরিবর্তন করল গ্লোবাল ব্যাংক

২০২৫ আগস্ট ২০ ১৪:২২:১৯
আইপিও তহবিলের ব্যবহার কাঠামো পরিবর্তন করল গ্লোবাল ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি তাদের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) থেকে সংগৃহীত অর্থ ব্যবহারের কাঠামোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো অব্যবহৃত তহবিলের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা।

বুধবার (২০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানি জানিয়েছে, গত ১৯ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত ব্যাংকের ১১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এই বিশেষ প্রস্তাবটি অনুমোদন করেছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে, আইপিও ব্যয়ের আওতায় অবশিষ্ট ৩১ লাখ ৯৮ হাজার ৩২ টাকা এসএমই (Small and Medium Enterprise) খাতে বিনিয়োগ করা হবে। একই সঙ্গে, আইপিও’র অর্থ ব্যবহারের সময়সীমা ২৪ মাস বাড়িয়ে ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত আইপিও থেকে সংগ্রহ করা মোট ৭৩ কোটি ৮১ লাখ ৯৮ হাজার ৩২ টাকা এখনও অব্যবহৃত রয়েছে। এই অর্থ নির্ধারিত সময়ে ব্যবহার করতে না পারার কারণ হিসেবে ব্যাংকটি জানিয়েছে, এসএমই খাতে পর্যাপ্ত বিনিয়োগকারীর অনাগ্রহ, দেশের পুঁজিবাজারের অস্থিরতা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে