ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটে সৌদিয়ার ৫০% ছাড়

২০২৫ আগস্ট ২০ ০৬:৪৬:৩৮
আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটে সৌদিয়ার ৫০% ছাড়

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়া আন্তর্জাতিক রুটে ভ্রমণকারীদের জন্য একটি বিশেষ ছাড় ঘোষণা করেছে। এই অফারের আওতায় রাউন্ড-ট্রিপ এবং ট্রানজিট ফ্লাইটের টিকিটে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ব্যবসা শ্রেণি (Business Class) ও ইকোনমি শ্রেণির (Economy Class) উভয় যাত্রীরাই এই সুবিধা উপভোগ করতে পারবেন।

এই ছাড় পেতে হলে আগ্রহী যাত্রীদের ১৭ থেকে ৩১ আগস্ট, ২০২৫ তারিখের মধ্যে টিকিট বুক করতে হবে। এই টিকিট ব্যবহার করে ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত ভ্রমণ করা যাবে। টিকিট কেনা যাবে সৌদিয়ার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ অথবা নিকটস্থ যেকোনো বিক্রয়কেন্দ্র থেকে।

বিশেষ এই অফারের সঙ্গে ট্রানজিট যাত্রীদের জন্য থাকছে বাড়তি সুবিধা। সৌদিয়ার টিকিট বুক করলে স্বয়ংক্রিয়ভাবে একটি ডিজিটাল স্টপওভার ভিসা যুক্ত হবে। এই ভিসার মাধ্যমে যাত্রীরা সৌদি আরবে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা পর্যন্ত অবস্থান করতে পারবেন। এই সময়ের মধ্যে তারা ওমরাহ পালন কিংবা দেশটির বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের সুযোগ পাবেন।

বর্তমানে সৌদিয়া চারটি মহাদেশের ১০০টিরও বেশি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। এয়ারলাইন্সটির বহরে রয়েছে ১৪৯টি অত্যাধুনিক বিমান, যা যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য সুপরিচিত।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে