ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

ফজর নামাজের সময় মসজিদে তাণ্ডব, নিহত ২৭

২০২৫ আগস্ট ২০ ১০:১৪:৩৯
ফজর নামাজের সময় মসজিদে তাণ্ডব, নিহত ২৭

নিজস্ব প্রতিবেদক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে একটি মসজিদে ফজর নামাজের সময় সশস্ত্র ডাকাতদের অতর্কিত হামলায় কমপক্ষে ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, মালুমফাশি স্থানীয় সরকার এলাকার উঙ্গুওয়ান মানতাউ গ্রামে মঙ্গলবার ভোরে এই নারকীয় তাণ্ডব চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীরা মসজিদের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করলে মুসল্লিরা প্রাণভয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময়ও মুসল্লিদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং উত্তর-মধ্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর এ ধরনের হামলা প্রায়ই ঘটে থাকে। এসব অঞ্চলে জমি ও পানির মতো সীমিত সম্পদ নিয়ে স্থানীয় পশুপালক এবং কৃষকদের মধ্যে প্রায়ই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

সাম্প্রতিক বছরগুলোতে এই সংঘাত আরও মারাত্মক আকার ধারণ করেছে। গত জুন মাসে দেশটির উত্তর-মধ্য অঞ্চলে একই রকম এক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বেনু রাজ্যে প্রায় প্রতিদিনের এই রক্তপাত বন্ধ করতে নাইজেরীয় সরকারকে আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষ ও বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, সংঘাতের কারণে আরও বেশি পশুপালক অস্ত্র হাতে তুলে নিচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, এই রক্তপাতের পর সম্ভাব্য নতুন হামলা প্রতিরোধে উঙ্গুয়ান মানতাউ এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, "সরকার এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে।"

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে