ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দেশের প্রথম সাসটেইনেবিলিটি বন্ড এখন শেয়ারবাজারে

২০২৫ আগস্ট ২০ ১৪:৫০:২৬
দেশের প্রথম সাসটেইনেবিলিটি বন্ড এখন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার থেকে তহবিল সংগ্রহের দুই বছরেরও বেশি সময় পর রানার অটো সাসটেইনেবিলিটি বন্ড লেনদেনে এসেছে। বুধবার (২০ আগস্ট) থেকে এটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) লেনদেন শুরু করেছে। বন্ডটি ‘পি’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত হয়েছে।

রানার অটোমোবাইলস, শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি প্রতিষ্ঠান, ২০২৩ সালের জুলাই মাসে দেশের প্রথম সাসটেইনেবিলিটি বন্ড ইস্যু করে। পরিবেশবান্ধব তিন চাকার যানবাহনের উৎপাদন এবং রুফটপ সোলার পাওয়ার সিস্টেম স্থাপনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল। ওই সময়ে কোম্পানিটি বন্ড ইস্যুর মাধ্যমে মোট ২.৬৫ বিলিয়ন টাকা সংগ্রহ করে।

ডিএসই গত ১০ আগস্ট এ বন্ডের তালিকাভুক্তি অনুমোদন দেয়। এক্সচেঞ্জের ফাইলিং অনুযায়ী, বন্ডটির ট্রেডিং কোড হলো “RAPLCSBOND” এবং স্ক্রিপ্ট কোড “55007”। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ১০ লাখ টাকা, এবং সর্বনিম্ন সাবস্ক্রিপশনও সমপরিমাণ। কুপন রেট বছরে ৮.৭৬ শতাংশ, যা অর্ধ-বার্ষিক ভিত্তিতে প্রদান করা হবে। ৭ বছরের মেয়াদের এ বন্ডের ইতোমধ্যে ২৫ মাস অতিক্রান্ত হয়েছে, ফলে অবশিষ্ট মেয়াদ দাঁড়িয়েছে ৫৯ মাস বা প্রায় ৪ বছর ১১ মাস।

লেনদেনের ক্ষেত্রে প্রথম দুই দিন বন্ডটির সার্কিট ব্রেকার ৪ শতাংশ থাকবে। তবে তৃতীয় দিনে লেনদেন বন্ধ থাকবে এবং চতুর্থ দিন থেকে রেফারেন্স প্রাইসের ভিত্তিতে নিয়মিত ৫ শতাংশ সার্কিট ব্রেকার কার্যকর হবে।

উল্লেখ্য, রানার অটোমোবাইলসের এই বন্ড দেশের প্রথম আন্তর্জাতিকভাবে প্রত্যয়িত সাসটেইনেবিলিটি বন্ড। ২০২৩ সালের জুলাইয়ে ইস্যুকৃত এ বন্ডে মেটলাইফ বাংলাদেশ একাই ৯৬ শতাংশ বা ২.৫৭ বিলিয়ন টাকা বিনিয়োগ করে।

বন্ড ইস্যু প্রক্রিয়ায় কোম্পানিটি গ্যারান্টকো (GuarantCo)-এর সঙ্গে অংশীদারিত্বে কাজ করেছে। গ্রিনডেল্টা ক্যাপিটাল ছিল প্রধান ব্যবস্থাপক ও উপদেষ্টা, আর ট্রাস্টির দায়িত্ব পালন করেছে ডিবিএইচ ফাইন্যান্স।

প্রসঙ্গত, ডিএসই ২০২৩ সালের জানুয়ারিতে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) চালু করে। এর মূল উদ্দেশ্য হলো অ-তালিকাভুক্ত কোম্পানি, বন্ড, সুকুক, ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য বিকল্প বিনিয়োগ ফান্ডের লেনদেন সহজতর করা। এ প্ল্যাটফর্মে স্ট্যাম্প ডিউটি নেই এবং তালিকাভুক্তির শর্ত তুলনামূলক সহজ হওয়ায় কোম্পানিগুলোর শেয়ার হস্তান্তর খরচও কমে যায়।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে