ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

ডাকসু নির্বাচন নিয়ে পিনাকী ভট্টাচার্যের ভবিষ্যদ্বাণী

২০২৫ আগস্ট ২০ ১৬:০৭:৩১
ডাকসু নির্বাচন নিয়ে পিনাকী ভট্টাচার্যের ভবিষ্যদ্বাণী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। ইতোমধ্যে মনোনয়নপত্র জমাদানের সময়সীমা শেষ হয়েছে এবং বিভিন্ন ছাত্রসংগঠন তাদের নিজস্ব প্যানেল ঘোষণা করেছে।

ডাকসু নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড়ের মাঝে এবার মুখ খুলেছেন আলোচিত লেখক, গবেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। বুধবার (২০ আগস্ট) তিনি নিজের ফেসবুক পেজে একটি পোস্টে ডাকসু নির্বাচন ঘিরে দুটি ভবিষ্যদ্বাণী করেছেন।

পিনাকী ভট্টাচার্য তার পোস্টে লেখেন—“ডাকসু নির্বাচন নিয়ে আমার প্রেডিকশন বলি। ছাত্রশিবির ভিপি, জিএসসহ বেশিরভাগ আসনে জিতবে। হলগুলোতে কিছু আসন ভাগাভাগি হবে। শিবিরের বিজয় হবে ফেনোমেনাল। ভোটের ব্যবধান হবে ব্যাপক।”

তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন—“এই নির্বাচন শেষ পর্যন্ত ‘বাঙ্গু সেক্যুলার’ এস্টাব্লিশমেন্ট হতে দেবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। খুব খারাপ কিছু ঘটিয়ে নির্বাচন স্থগিত করার চেষ্টা হতে পারে। বিশেষ করে বামপন্থী দলগুলো শেষ মুহূর্তে নির্বাচন বয়কট করতে পারে।”

পিনাকীর মতে,“একটি ইসলামপন্থী দল যদি ফেয়ার নির্বাচনে জয়ী হয়, তা অনেক ‘পোগ্রেসিভ’ মহলের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠবে— তা দেশীয় হোক বা আন্তর্জাতিক মহলে।”

তিনি মনে করেন, যদি সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে এর প্রভাব শুধু প্রগতিশীল মহলেই নয়, ইসলামপন্থীদের রাজনীতিতেও সুদূরপ্রসারী প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে