ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

গভর্নরের নির্দেশ অমান্য, মুখ খুললো বাংলাদেশ ব্যাংক

২০২৫ আগস্ট ২০ ১৬:০৪:৪৫
গভর্নরের নির্দেশ অমান্য, মুখ খুললো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর বাধ্যতামূলক ছুটির নির্দেশ পেলেও আজ (বুধবার) যথারীতি অফিস করেছেন বিএফআইইউ প্রধান এএফএম শাহীনুল ইসলাম। এতে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের নির্দেশে শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। কারণ, তার একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী। তিনি বলেন:"বিএফআইইউ প্রধানের ছুটির নির্দেশনা বহাল আছে। বিষয়টি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দেখবে, তবে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি আরও জানান, বিএফআইইউ প্রধানের নিয়োগ হয়ে থাকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাধ্যমে, তাই সিদ্ধান্ত গ্রহণেও তাদের ভূমিকা থাকবে।

অন্যদিকে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে চিঠি পাওয়ার পরিপ্রেক্ষিতে আজই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে