ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব‌্যাংক

২০২৫ আগস্ট ১৯ ১২:০৭:১৮
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব‌্যাংক

নিজস্ব প্রতিবেদক: দেশে পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে শিল্পের কাঁচামাল ও কৃষি উপকরণ আমদানির মূল্য পরিশোধে সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব আমদানির বিল ৩৬০ দিনের মধ্যে পরিশোধ করা যাবে, যা আগে ছিল ১৮০ দিন।

সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাক টু ব্যাক এলসি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার, এবং সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় শিল্পের কাঁচামালের আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধের মেয়াদ ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছে। এ সিদ্ধান্ত চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

তবে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে নেওয়া ঋণের আওতায় আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) দীর্ঘদিন ধরেই আমদানির ক্ষেত্রে ক্রেডিট মেয়াদ বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। চলতি বছরের ২০ জানুয়ারি তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি চিঠি দিয়ে এ দাবি তোলে।

বিটিএমএ জানায়, প্রাইমারি টেক্সটাইল সেক্টরে এর ১,৮৫০টিরও বেশি সদস্য প্রতিষ্ঠান রয়েছে। খাতে বিনিয়োগ প্রায় ২২ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের বেসরকারি খাতে সর্বোচ্চ। রপ্তানি আয়ের ৮০-৮৬ শতাংশ আসে টেক্সটাইল ও গার্মেন্ট খাত থেকে, যার ৭০ শতাংশ কাঁচামাল সরবরাহ করে স্থানীয় টেক্সটাইল মিলগুলো।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ডলার সংকট, আমদানি ব্যয় বৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুৎ সরবরাহে ঘাটতির কারণে কাঁচামাল আমদানিতে ব্যাপক সমস্যা হচ্ছে। ফলে শিল্প টিকিয়ে রাখতে সময়সীমা বাড়ানো জরুরি হয়ে পড়েছিল।

এই সিদ্ধান্তের ফলে ডলার সাশ্রয় হবে এবং চাপ কমবে শিল্প উদ্যোক্তাদের ওপর, যারা বৈদেশিক মুদ্রার সংকটের কারণে কাঁচামাল আমদানি ও মূল্য পরিশোধে হিমশিম খাচ্ছেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে