ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

আসিফের বিতর্কিত ইস্যুতে এতদিন চুপ থাকার কারণ জানালেন পিনাকী

২০২৫ আগস্ট ২০ ০৮:২৩:৪২
আসিফের বিতর্কিত ইস্যুতে এতদিন চুপ থাকার কারণ জানালেন পিনাকী

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক এক টক শো-তে অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে তার আপাত 'নীরবতা'র কারণ ব্যাখ্যা করেছেন। আসিফের বিভিন্ন কর্মকাণ্ড, বিশেষ করে তার জীবনযাত্রা নিয়ে যে সমালোচনা, সে বিষয়ে পিনাকী তার ব্যক্তিগত আবেগ, হতাশা এবং রাজনৈতিক দর্শন তুলে ধরেন।

আসিফের প্রতি গভীর স্নেহ ও মানসিক বন্ধন

পিনাকী জানান, আসিফ মাহমুদের সাথে তার সম্পর্ক অত্যন্ত গভীর এবং আবেগঘন। তিনি আসিফকে 'বিপ্লবের মূর্ত প্রতীক' হিসেবে দেখেন। ফ্রান্সের প্যারিসে আসিফের সাথে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করে পিনাকী বলেন, "যখন আসিফ প্রথম প্যারিসে আসে, আমি ওকে দেখে বিশ্বাস করতে পারিনি। আমি তাকে জড়িয়ে ধরলাম এবং কাঁদতে শুরু করলাম।"এই মানসিক বন্ধনের কারণেই তিনি আসিফকে সন্তানের মতো স্নেহ করেন এবং তার যেকোনো কর্মকাণ্ডে গভীরভাবে প্রভাবিত হন। পিনাকী বলেন, "আমার কাছে আসিফ হচ্ছে বিপ্লবের ফিজিক্যাল এমবডিমেন্ট—যাকে আমি ছুঁতে পারি, ভালোবাসতে পারি।"

'বিতর্ক' নয়, জীবনযাত্রার পরিবর্তন নিয়ে হতাশা

পিনাকী স্পষ্ট করেন যে, তিনি আসিফের 'বিতর্ক'র কারণে নীরব নন, বরং তরুণ নেতাদের জীবনযাত্রার আকস্মিক পরিবর্তনে হতাশ। বিশেষ করে ঢাকার ওয়েস্টিন হোটেলে আসিফের খেতে যাওয়ার বিষয়টিকে তিনি সহজভাবে নিতে পারেননি।তিনি বলেন, "আসিফের ওয়েস্টিনে গিয়ে খাওয়ার কথা বলা ঠিক হয়নি। এই কথায় আমি সত্যিই খুব রাগ করেছি, কষ্ট পেয়েছি।" পিনাকী মনে করেন, নেতাদের জীবনযাপন সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হওয়া উচিত নয়। তিনি নিজের ছাত্রজীবনের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ১৯৮৮ সালের বন্যায় তিনি যখন ত্রাণকার্য চালাতেন, তখন সাধারণ মানুষের বাড়ি থেকে রুটি চেয়ে নিয়ে আসতেন। তার মতে, জনগণের সাথে একাত্ম হওয়ার এই চর্চা বর্তমান তরুণ নেতাদের মধ্যে অনুপস্থিত।

নীরবতা নয়, শাসন ও পরামর্শের চেষ্টা

পিনাকী জানান, তিনি আসিফকে নিয়ে মোটেও নীরব থাকেন না, বরং তাকে নিয়মিত পরামর্শ দেন এবং শাসন করেন। "ছাত্রদের মধ্যে দুইজনকে আমি বেশি বকাঝকা করি—প্রথম আসিফ, দ্বিতীয় হাসনাত,"—একথা উল্লেখ করে তিনি বলেন, আসিফ যেন কোনো ভুল না করে, তার জন্য তিনি চেষ্টা করেন। তবে তার পরামর্শ ও শাসন অমান্য করলে তিনি ব্যথিত হন। "আমি আসিফকে ছোট ভাই বা সন্তানের মতো দেখি। তাই ও আমার কথা কেন শুনলো না, কেন আমাকে সম্মান করলো না—এটাই আমাকে ব্যথিত করেছে।"

রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ নেতাদের প্রতি বার্তা

পিনাকী বিশ্বাস করেন, রাজনীতিতে টিকে থাকতে হলে সাধারণ মানুষের আস্থা অর্জন করা জরুরি। তিনি মনে করেন, বিলাসবহুল জীবনযাপন এবং সাধারণ মানুষ থেকে দূরত্ব তৈরি হলে নেতারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েন। তিনি শুধু আসিফ নয়, বিএনপি-কেও একই ধরনের পরামর্শ দিয়েছেন বলে উল্লেখ করেন। মানিক মিয়া এভিনিউতে প্যান্ডেল করে সাধারণ মানুষকে নিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছিলেন তিনি, যা বড় দলগুলো গ্রহণ করেনি।

সুতরাং, আসিফ মাহমুদকে নিয়ে পিনাকী ভট্টাচার্যের অবস্থান 'নীরবতা' নয়, বরং একজন অভিভাবকের মতো শাসন, স্নেহ এবং গভীর হতাশার বহিঃপ্রকাশ। তিনি আসিফের কর্মকাণ্ডকে ব্যক্তিগতভাবে দেখেন এবং জনসম্মুখে কঠোর সমালোচনার পরিবর্তে তাকে সরাসরি পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে