ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

বিয়ের আগেই ‘ডিভোর্স চুক্তি’ ক্রিশ্চিয়ানো রোনালদোর

২০২৫ আগস্ট ১৭ ১১:৩০:৩৭
বিয়ের আগেই ‘ডিভোর্স চুক্তি’ ক্রিশ্চিয়ানো রোনালদোর

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। ইতোমধ্যেই তারা আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেছেন। জর্জিনাকে হীরার দামি আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেন রোনালদো, আর তাতে সাড়া দেন জর্জিনা।

তবে বিয়ের আগেই সামনে এসেছে এক অবাক করা তথ্য—দু’জনের মধ্যে বিচ্ছেদের ক্ষেত্রে ক্ষতিপূরণ চুক্তি রয়েছে, যা কার্যকর হয়েছে বহু আগেই।

রোনালদো ও জর্জিনা একসঙ্গে আছেন প্রায় এক দশক। তাদের সংসারে রয়েছে পাঁচ সন্তান, যার মধ্যে একজনের মা স্বয়ং জর্জিনা। আলানা মার্টিনা নামের সেই সন্তান জন্ম নেওয়ার সময়ই তারা ভবিষ্যৎ বিচ্ছেদ পরিস্থিতির জন্য একটি আর্থিক চুক্তিতে স্বাক্ষর করেন।

পর্তুগিজ ম্যাগাজিন TV Guia–এর বরাত দিয়ে জানা গেছে, এই চুক্তি অনুযায়ী:

বিচ্ছেদ হলে জর্জিনার মাসিক ভরণপোষণ বাবদ রোনালদো দেবেন ১ লাখ ১৪ হাজার মার্কিন ডলার (প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা)।মাদ্রিদের লা ফিনকা এলাকায় রোনালদোর একটি বিলাসবহুল বাড়িতে থাকার অধিকার থাকবে জর্জিনার।সন্তানদের সুরক্ষিত ভবিষ্যতের কথা ভেবেই এই শর্তে সম্মত হয়েছেন দু’জন।

রোনালদোর বর্তমান মোট সম্পদের পরিমাণ প্রায় ৬৭১ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় আনুমানিক ৮ হাজার ১৫৬ কোটি টাকা)। সেই সম্পদেরও একটি অংশ জর্জিনার পাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

এ বিষয়ে ঘনিষ্ঠ সূত্র বলছে, “তাদের সম্পর্কের গভীরতা অনেক। কিন্তু জীবন অনিশ্চিত—তাই এমন আর্থিক সুরক্ষা নিশ্চিত করা হয়েছে জর্জিনার জন্য।”

রোনালদোর সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন জর্জিনা। তবে ভবিষ্যতে যদি সম্পর্কের পরিসমাপ্তি ঘটে, তাতেও যেন সন্তানদের জীবন ও জর্জিনার অর্থনৈতিক নিরাপত্তা অক্ষুণ্ন থাকে, সেই বিষয়টি নিশ্চিত করেছেন রোনালদো।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে