ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
Sharenews24

এক বছরে দেড় লাখের মতো ফোনকল রেকর্ড

২০২৫ আগস্ট ১৫ ১২:১২:৫২
এক বছরে দেড় লাখের মতো ফোনকল রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: সতর্ক করা হয়েছে—বাংলাদেশে সাম্প্রতিক এক বছরে দেড় লাখের মতো ফোনকল রেকর্ড করা হয়েছে, যা অনেক গোপন তথ্য ফাঁসের পথ খুলে দিয়েছে। জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর সাবেক মহাপরিচালক (বিরুদ্ধ) মেজর জেনারেল জিয়াউল আহসান এসব সংবেদনশীল কল রেকর্ড করেছেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ফাঁস করেছেন বলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

এই বিষয়টি তাৎক্ষণিকভাবে জাতিসংঘের মানবাধিকার কমিশনে অফিসিয়ালি জানানো হয় এবং তারা এতে “বিস্ময়” প্রকাশ করেছে।

সরকারের এক উচ্চ পর্যায়ের কর্মকর্তা সংবাদ মাধ্যমে বলেন, “ক্ষমতার সুরক্ষা করার জন্য আইন ও নীতির তোয়াক্কা না করে বিরোধী দলের বা সরকারের হুমকি মনে হওয়া ব্যক্তিদের ফোনকল গোপনে রেকর্ড ও প্রকাশ করা হয়েছে। সম্ভবত এটি বিশ্বরেকর্ড—কোনো অন্য দেশে এ রকম নজরদারি করা হয়েছে কি না সন্দেহ রয়েছে।”

জিয়াউল আহসানের বিরুদ্ধে রয়েছে—বিএনপি সহ বিরোধী নেতাদের ফোনকল ফাঁসের অভিযোগ। এছাড়া, ছাত্র আন্দোলনের সময় মন্ত্রিপরিষদ সচিব, আইজিপি ও মন্ত্রীদের ফোনালাপও রেকর্ড হয়েছিল এবং সরবারহ করা হয়েছিল।

অন্তর্বর্তীকালীন সরকার জানায়, ২০২৪ সালের ১৭-১৮ জুলাই তথাকথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড ইন্টারনেট দীর্ঘদিন (৫–১৩ দিন) বন্ধ ছিল—এ নির্দেশ দেয়া হয়েছিল এনটিএমসি সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের মাধ্যমে।

বর্তমান সরকার এনটিএমসি এবং নজরদারি যন্ত্রপাতিগুলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এর পাশাপাশি নজরদারি ব্যবস্থার সম্পূর্ণ তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যেটি দেখবে—নার যত নজরদারি যন্ত্র কেনা হয়েছিল, কীভাবে, কোথা থেকে এবং কীভাবে ব্যবহার করা হয়েছে। কমিটির প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

উল্লেখ্য, পরিসংখ্যান অনুযায়ী ২০১৬–২০২৪ সালে রাজস্ব ও নিরাপত্তা সংস্থা (যেমন, এনটিএমসি, র‌্যাব, পুলিশ) নজরদারি প্রযুক্তিতে প্রায় ১৩৮২ কোটি টাকা খরচ করেছে—যার ৬৫% বা প্রায় ৯০৪ কোটি টাকা শুধু এনটিএমসির।

জাতিসংঘের মানবাধিকারের অফিস (OHCHR) ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক হত্যাকাণ্ড ও নাগরিক অধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরেছে এবং তদন্ত দাবি করেছে।

এ সময় বিস্তারিত অনুসন্ধানে দেখা গেছে — এনটিএমসি একটি বিস্তৃত নজরদারি ব্যবস্থা (Integrated Lawful Interception System - ILIS) গড়ে তুলেছে, যা ফোনকল বা ইন্টারনেটসহ সব ধরনের ডিজিটাল যোগাযোগ নজরদারি করতে পারে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে