ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

টিউলিপ সিদ্দিকের বিস্ফোরক পোস্ট

২০২৫ আগস্ট ১৪ ১১:১৪:৫৯
টিউলিপ সিদ্দিকের বিস্ফোরক পোস্ট

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে দুর্নীতির অভিযোগে চলমান বিচারকে ‘প্রহসন’ হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, এই মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, পূর্বাচল নতুন শহর প্রকল্পে মা, ভাই ও বোনকে অবৈধভাবে প্লট বরাদ্দে সহায়তা করেছেন তিনি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তাকে অন্যতম আসামি করা হয়েছে। যদিও তার নিজের নামে কোনো প্লট নেই, তবে ‘প্রভাব খাটিয়ে’ আত্মীয়দের প্লট পাইয়ে দেওয়ার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়।

বিবৃতিতে টিউলিপ লেখেন,“বানোয়াট অভিযোগের ভিত্তিতে আমার বিরুদ্ধে মামলা হয়েছে। এটি কোনো প্রকৃত বিচার প্রক্রিয়া নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসা। আমি নির্দোষ।”

তিনি আরও অভিযোগ করেন, মামলার বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কখনো তার সঙ্গে যোগাযোগ করা হয়নি, এমনকি কোনো সমন বা নোটিশও পাননি তিনি।

“গত এক বছরে অভিযোগগুলো বারবার বদলেছে, কিন্তু তদন্তকারীরা কোনো প্রমাণ উপস্থাপন করেনি বা আমাদের কোনো চিঠির জবাব দেয়নি।”

টিউলিপ জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু তার সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়।“আমি স্পষ্ট করেছি—আমি কোনো অন্যায় করিনি। যদি কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ থাকে, আমি তার জবাব দিতে প্রস্তুত।”

দুদকের অনুসন্ধানে জানা গেছে, পূর্বাচল প্রকল্পে শেখ হাসিনা, শেখ রেহানা এবং তাদের সন্তানদের নামে মোট ছয়টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল।

শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের নামে তিনটি,শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে বাকি তিনটি।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ—তিনি তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে নিজের পরিবারের সদস্যদের প্লট বরাদ্দে সহায়তা করেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে