ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

আবারো ঝুঁকিপূর্ণ শেয়ারে তেজিভাব, কারসাজির আশঙ্কা

২০২৫ আগস্ট ১৩ ১৭:২৮:৪৯
আবারো ঝুঁকিপূর্ণ শেয়ারে তেজিভাব, কারসাজির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: দুর্বল আর্থিক অবস্থা এবং উচ্চ ঝুঁকির কারণে 'জাঙ্ক শেয়ার' হিসেবে পরিচিত 'জেড' ক্যাটাগরি-এর কোম্পানিগুলোর শেয়ারের দাম হঠাৎ করেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অস্বাভাবিকভাবে বাড়ছে। এই কোম্পানিগুলোর বেশিরভাগই বছরের পর বছর ধরে লোকসান গুনছে এবং নিকট ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণও নেই। অনেক প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে ডিভিডেন্ড দেয়নি, এমনকি কিছু কোম্পানির উৎপাদন কার্যক্রমও বন্ধ রয়েছে। তা সত্ত্বেও যখন সামগ্রিক বাজার দুর্বল, তখন এই ঝুঁকিপূর্ণ শেয়ারগুলোর দাম বেড়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) টানা ষষ্ঠ দিনের মতো ডিএসইতে সূচকের পতন হয়েছে। কিন্তু এদিন ডিএসইর শীর্ষ ১০টি দর বৃদ্ধির তালিকার মধ্যে চারটিই ছিল জাঙ্ক স্টক। একটি কোম্পানির শেয়ারকে 'জাঙ্ক' ক্যাটাগরিতে ফেলা হয় যখন সেটি টানা ছয় মাস বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখে, অথবা দুই বছর ধরে ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয়, কিংবা সময়মতো বার্ষিক সাধারণ সভা করতে পারে না।

বিশ্লেষকদের মতে, জাঙ্ক শেয়ারের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ইঙ্গিত দেয় যে, নতুন গঠিত কমিশনের কঠোর শাস্তিমূলক পদক্ষেপ সত্ত্বেও কারসাজিকারীরা এখনো বাজারে সক্রিয়। বাজর বিশ্লেষকরা বলছেন, "কারসাজি ছাড়া জাঙ্ক শেয়ারের দাম বৃদ্ধি সম্ভব নয়।"

উদাহরণস্বরূপ, ইয়েকিন পলিমার-এর শেয়ারের দাম মাত্র তিন দিনে ১৬ শতাংশ বেড়ে মঙ্গলবার শীর্ষ স্থান দখল করেছে। কোম্পানিটি গত চার বছর ধরে লোকসানে আছে এবং ২০২০ সাল থেকে কোনো ডিভিডেন্ড দেয়নি। তারপরও মাত্র দুই মাসে এর শেয়ারের দাম ৫১ শতাংশ বেড়েছে।

একই চিত্র দেখা যায় মিথুন নিটিং, জুট স্পিনার্স, রিজেন্ট টেক্সটাইল এবং সাফকো স্পিনিং-এর ক্ষেত্রেও, যাদের উৎপাদন কার্যক্রম বন্ধ থাকা সত্ত্বেও শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, এই ধরনের জাঙ্ক শেয়ারের তেজিভাবে বিনিয়োগ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ এগুলোর মূল ভিত্তি কোনো শক্তিশালী আর্থিক ফলাফল বা উৎপাদনক্ষমতা নয়, বরং কারসাজি বা কৃত্রিম লেনদেনের মাধ্যমে মূল্য বাড়ানো হচ্ছে। বিনিয়োগকারীদের উচিত, বাজারে আকস্মিক বৃদ্ধি দেখলে তাৎক্ষণিক সিদ্ধান্ত না নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা এবং ঝুঁকিপূর্ণ শেয়ারে অযথা অতিরিক্ত অর্থ বিনিয়োগ থেকে বিরত থাকা।

বিশ্লেষকরা আরও বলেন, দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা ছাড়া জাঙ্ক শেয়ারের মূল্য বৃদ্ধির সুযোগ সীমিত। বাজারে অস্বাভাবিক দর পরিবর্তন হলে তা কেবল স্বল্পমেয়াদে লাভজনক মনে হতে পারে, কিন্তু তা হঠাৎ পতনের ঝুঁকিও বহন করে। তাই বিনিয়োগকারীদের উচিত, শুধুমাত্র প্রতিষ্ঠানের শক্তিশালী আর্থিক প্রতিবেদন, ধারাবাহিক ডিভিডেন্ড ইতিহাস এবং কার্যকর উৎপাদন ক্ষমতার ওপর নজর দেওয়া।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে