ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এজিএম-এর ভেন্যু ঘোষণা করেছে তমিজউদ্দিন টেক্সটাইল

২০২৫ ডিসেম্বর ০৭ ১৫:৪৮:০৬
এজিএম-এর ভেন্যু ঘোষণা করেছে তমিজউদ্দিন টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক: শেয়ার বাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড তাদের আসন্ন বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু এবং অনলাইন অংশগ্রহণের লিংক ঘোষণা করেছে।

আজ রবিবার (৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে কোম্পানিটির এজিএমের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে গুলশান ক্লাব, গুলশান-০২, ঢাকা-১২১২। শেয়ারহোল্ডারদের সশরীরে উপস্থিতির জন্য এই স্থানটি চূড়ান্ত করা হয়েছে।

এই সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থ বছরের ডিভিডেন্ডসহ কোম্পানির বার্ষিক আর্থিক হিসাব ও গুরুত্বপূর্ণ এজেন্ডা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

সশরীরে উপস্থিতির পাশাপাশি, শেয়ারহোল্ডারদের সুবিধার্থে অনলাইনেও সভায় যুক্ত হওয়ার সুযোগ রাখা হয়েছে। যেসব শেয়ারহোল্ডার সশরীরে উপস্থিত থাকতে পারবেন না, তারাhttps://tamijuddintex.bdvirtualagm.com এই লিংক ব্যবহার করে ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করতে পারবেন।

এর আগে গত ২৯ অক্টোবর কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাসসহ মোট ২২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৭১ পয়সা, আগের অর্থবছর একই সময় ইপিএস হয়েছিল ৬ টাকা ৭০ পয়সা। অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৯ টাকা ১৭ পয়সা, যা আগের বছর ছিল মাইনাস ১৭ টাকা ৭৬ পয়সা। সর্বশেষ ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০২ টাকা ৭৯ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে