ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এনসিপিসহ তিন দলের সমন্বয়ে আসছে নতুন জোট

২০২৫ ডিসেম্বর ০৭ ১৫:৪৫:৩০
এনসিপিসহ তিন দলের সমন্বয়ে আসছে নতুন জোট

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করছে, যার নাম ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’। রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

তিন দলের জোট গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “এনসিপির নেতৃত্বে তিন দলের সমন্বয়ে সংস্কারের পক্ষে রাজনৈতিক ও নির্বাচনী জোট আসছে।”

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ভূঁইয়াও নতুন জোট গঠনের তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

এর আগে মঞ্জু বলেন, “জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণে আগ্রহীদের নিয়ে গঠিত ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ আজ রোববার বিকেলে ঘোষণা করা হবে।” তিনি জানান, জোটের ঘোষণায় তিন দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ভূঁইয়া বলেন, “আপাতত তিনটি দলের সমন্বয়ে রাজনৈতিক ও নির্বাচনী জোট করা হচ্ছে।”

এনসিপির পাঠানো এক বিবৃতিতেও আজকের সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহী দলগুলোর সমন্বয়ে এ নতুন জোটের ঘোষণা দেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে