ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫
Sharenews24

মার্কেন্টাইল ব্যাংকের এমটিও ১৪তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ

২০২৫ আগস্ট ১১ ১২:১৩:৫৫
মার্কেন্টাইল ব্যাংকের এমটিও ১৪তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে সদ্য নিয়োগপ্রাপ্তদের জন্য ১৪তম ব্যাচের ফাউন্ডেশন ট্রেনিং শুরু হয়েছে। এবারে এমটিও (আইটি) এবং এমটিও (ল) বিভাগে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য পৃথকভাবে প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

গত ২৭ জুলাই বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এ ২০ জন এমটিও (আইটি) কর্মকর্তার অংশগ্রহণে ফাউন্ডেশন ট্রেনিংয়ের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মতিউল হাসান।

তিনি নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন:“আধুনিক ব্যাংকিংয়ের মৌলিক জ্ঞান অর্জনের মাধ্যমে আপনাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। ভবিষ্যৎ নেতৃত্বের চ্যালেঞ্জ নিতে এখন থেকেই মানসিক প্রস্তুতি নেওয়া জরুরি।”

এমটিও (ল) পদে নিয়োগপ্রাপ্ত আরও ২০ জন কর্মকর্তার জন্য দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ শুরু হয় ৩ আগস্ট। এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান ঝুঁকি ব্যবস্থাপক (সিআরও) মো. জাকির হোসাইন।

উপস্থিত বিশিষ্টজন:

অসীম কুমার সাহা, উপব্যবস্থাপনা পরিচালক, মার্কেন্টাইল ব্যাংক

মো. আলমগীর, পরিচালক (প্রশিক্ষণ), বিআইবিএম

প্রফেসর মো. মহিউদ্দিন সিদ্দিক

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. ফয়সাল হাসান

মাহমুদুল আমিন মাসুদ, ফ্যাকাল্টি মেম্বার

জাভেদ তারিক, প্রিন্সিপাল, মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট

অন্যান্য অনুষদ সদস্যবৃন্দ

প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তাদের আধুনিক ব্যাংকিং, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নেতৃত্ব বিকাশের মৌলিক জ্ঞান প্রদান করা হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে